promotional_ad

টেস্ট দলের জন্য আরও সময় চান বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২১ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্ট হেরে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেই সঙ্গে কোচিং স্টাফরাও সমালোচকদের কাছ থেকে রেহাই পাচ্ছেন না। সাকলাইন মুশতাক, মোহাম্মদ ইউসুফ, শন টেইটদের চাকরি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।


কোচিং স্টাফরা অবশ্য কঠিন সময়ে অধিনায়ক বাবর আজমকে পাশে পাচ্ছেন। এই কোচদের অধীনেই দারুণ পারফর্ম করেছে চলতি বছর। কোচরা শুধু পরিকল্পনা ঠিক করে দিতে পারেন, মাঠে ক্রিকেটারদেরই পারফর্ম করতে হবে বলে জানালেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে বাবর বলেন, 'আমাদের সেরা ম্যানেজমেন্ট আছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আমাদের কোচিং প্যানেল, তাদের অধীনেই পাকিস্তান দারুণ পারফরম্যান্স করেছে। কোচরা শুধু আপনাকে পরিকল্পনা দিতে পারে এবং অভিজ্ঞতা ভাগাভাগি করে দিতে পারে। মাঠে ক্রিকেটারদেরই সবকিছু প্রয়োগ করতে হবে।'


পাকিস্তান দলের অনেক ক্রিকেটারই ফর্মে নেই। এমনকি অনেকে নেই ইনজুরির কারণে। বাবর মনে করেন এ কারণেই বিপাকে পড়তে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তান দল বর্তমানে পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই তরুণ ক্রিকেটারদের সময় দেয়ার পক্ষে বাবর।


তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, 'টেস্ট দল হিসেবে গড়ে উঠতে পাকিস্তানের সময় লাগবে। আমাদের তরুণ ক্রিকেটারদের সমর্থন যোগাতে হবে যারা আমাদের টেস্ট স্কোয়াডে রয়েছে। আমরা বর্তমানে টেস্ট দল গঠনের পর্যায়ে রয়েছি। এ কারণে আমাদের ছয়জনের অভিষেক হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। আমাদের অভিজ্ঞ খেলোয়াড়রা ফর্মে নেই বা ফিট নেই। এ কারণে আমাদের ভুগতে হয়েছে।'


ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে হারেরও ব্যাখ্যা দিয়েছেন বাবর। তিনি বলেছেন, 'আমরা ব্যাট হাতে পারফর্ম করতে পারিনি এবং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি ইংল্যান্ডের বিপক্ষে। এ কারণেই আমরা চাপে পড়ে গিয়েছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball