একাদশে না থেকেও নেতৃত্ব দিতে নেমে গেলেন রিজওয়ান!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে ছিলেন না মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় দিন পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজমের বদলি হিসেবে নেমে তাকেই নেতৃত্ব দিতে দেখা গেছে।
জানা গেছে ভাইরাল ফ্লুর কারণে মাঠে নামতে পারেননি বাবর। তার অবর্তমানে মোহাম্মদ রিজওয়ানকে মাঠে বদলি হিসেবে নেমে ফিল্ডিং পরিবর্তন করতে দেখা গেছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বদলি ক্রিকেটার দলকে নেতৃত্ব দিতে পারবেন না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের পক্ষ থেকে শুরুতে জানানো হয়েছিল রিজওয়ান যেহেতু টেস্ট দলের সহ-অধিনায়ক, তাই বাবরের অনুপস্থিতিতে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। পরে আবার জানানো হয় রিজওয়ান নন, মাঠে পাকিস্তান দলের নেতৃত্ব দিচ্ছেন সরফরাজ আহমেদ।
মূলত নিউজিল্যান্ডের ইনিংসের ৫৩তম ওভারে ঘটনা এটি। এই সময় তখন নউমান আলীর বলে ডেভন কনওয়ের এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার। এরপর সরফরাজ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ হয়ে রিভিউ নেন।
আইসিসির রুলস রেগুলেশনের ২৪.১.২ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, 'একজন বদলি বোলিং বা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু আম্পায়ারের অনুমোদন সাপেক্ষে শুধুমাত্র উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।'
তৃতীয় দিনের শুরুতে মাঠে নামেননি শান মাসুদ ও সালমান আঘাও। খেলা শুরুর খানিক পরে মাঠে নামতে দেখা গেছে মাসুদকে। আর সালমান দিনের শেষভাবে মাঠে নামবেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।