promotional_ad

রমিজের পিজেএল বন্ধ করলেন নাজাম শেঠি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

২৭ ফেব্রুয়ারি ২৫
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য কমাতে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) আয়োজন করেছিলেন রমিজ রাজা। তবে পাকিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজানোর কথা বলে তরুণ ক্রিকেটারদের সেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বন্ধ করলেন নাজাম শেঠি।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নিয়ে একের পর এক চমক দেখাতে শুরু করেছিলেন রমিজ। যার একটি ছিল যুব ক্রিকেটারদের তৃণমূল পর্যায় থেকে উঠিয়ে আনতে পিজেএল আয়োজন করা। দেশিদের সঙ্গে বিদেশি তরুণ ক্রিকেটাররাও খেলার সুযোগ পেতেন সেখানে।


promotional_ad

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির প্রথম আসরও। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভাওয়ালপুর রয়্যালস। তবে রমিজের দারুণ আয়োজনকে বন্ধ করছেন পিসিবির নতুন চেয়ারম্যান। তরুণদের তুলে আনতে দেশে ও দেশের বাইরে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছেন নাজাম।


এদিকে পিজেএল না রেখে  বরং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রতি ম্যাচের একাদশে একজন উদীয়মান খেলোয়াড় রাখার ব্যাপারে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন নাজাম। তাতে বোর্ডের সবাই একমত হয়েছে বলে আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে পিসিবি। 


বিবৃতিতে থেকে বলা হয়েছে, ‘পিসিবির ব্যবস্থাপনা কমিটি পিজেএল আর না চালানোর ব্যাপারে একমত হয়েছে। তবে তরুণ ক্রিকেটারদের বেড়ে ওঠার পথ পরিষ্কার রাখতে এবং আরও বেশি প্রতিভা বের করে আনতে নিয়মিত ভিত্তিতে দেশে ও বাইরে বয়সভিত্তিক সিরিজ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


‘এর বাইরে পাকিস্তান সুপার লিগের প্রতি ম্যাচের একাদশে উদীয়মান ক্যাটাগরিতে একজন করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball