নিউজিল্যান্ড সিরিজে নেই শাদাব, ফিরলেন হারিস-ফখর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা তিন ম্যাচে লাহোরের একাদশে নেই রিশাদ
১ মে ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এই দলে ফিরেছেন হারিস সোহেল ও ফখর জামান। স্কোয়াডে জায়গা হয়নি শাদাব খানের।
বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে আঙুলে চোট পান শাদাব। তর্জনী ভেঙে যাওয়ায় সেটা ঠিক হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে এই অলরাউন্ডারের। আর তাই এই স্কোয়াডে জায়গা হলো না তার।

দলে ফিরে একরকম চমক জাগিয়েছেন হারিস ও ফখর। কেননা এই সিরিজের জন্য শুরুতে সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হলে সেখানে নাম ছিল না এই দুজনের। তারপর সেখানে তাদের অন্তর্ভুক্ত করার পর এবার মূল দলেও রাখা হয়েছে হারিস ও ফখরকে।
২০২০ সালের পর এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন হারিস। অপরদিকে ফখর শেষবার ওয়ানডে খেলেছিলেন গত বছরের আগস্টে। কোয়াড চোট কাটিয়ে ওঠায় এই সিরিজে ফিরছেন হারিস রউফ।
এদিকে প্রথমবারের মতো পাকিস্তানের জাতীয় দলে ডাক পেয়েছেন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান তৈয়ব তাহির, কামরান গুলাম ও লেগ-স্পিনার উসামা মির। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি।
পাকিস্তান ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সালমান আঘা, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, তৈয়ব তাহির এবং উসামা মির।