promotional_ad

এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নিতে জয় শাহর সঙ্গে আলোচনায় বসছেন শেঠি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। যদিও রাজনৈতিক কারণে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত।


পাকিস্তানও ভারতকে ছাড় দিতে রাজি নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছিলেন। যদিও নাজাম শেঠি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর কিছুটা নমনীয় হয়েছে পিসিবি।


promotional_ad

এশিয়া কাপ নিয়ে আলোচনার জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সদস্য সচিব জয় শাহর সঙ্গে আলোচনা করতে চান পিসিবি চেয়ারম্যান। বৃহস্পতিবার দুবাইয়ে পর্দা উঠছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি)। সেখানেই দুজনের সাক্ষাতে এশিয়া কাপ নিয়ে বড় সংবাদ আসতে পারে।


আরো পড়ুন

এমসিসির ১৩ সদস্যের পরামর্শক বোর্ডে জয় শাহ, চেয়ারম্যান সাঙ্গাকারা

২৪ জানুয়ারি ২৫
আইসিসির চেয়ারম্যান জয় শাহ (বামে), এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা (ডানে)

বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি। তাই এই সুযোগে তার সঙ্গে আলোচনা সেরে নিতে চান শেঠি। যদিও আইএলটির উদ্বোধনী অনুষ্ঠানে জয় শাহ উপস্থিত থাকবেন কিনা এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।


পিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম বলেছে, ‘নাজাম শেঠি মনে করেন, পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করতে হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যদের সমর্থন দরকার। পাকিস্তানে যে নিরাপত্তার কোনো সমস্যা নেই, সেটা তাদের বোঝানোর চেষ্টা করা হবে। জয় শাহ দুবাইয়ে এলে তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন নাজাম শেঠি এবং এশিয়া কাপ খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানোর অনুরোধ করবেন।’


বেশ কিছুদিন ধরেই এশিয়া কাপ নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই মনে করেন ভারত আপত্তি করলে এশিয়া কাপ সরে যেতে পারে পাকিস্তান থেকে। সেক্ষেত্রে এশিয়া কাপ আয়োজন করা হতে পারে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। এরই মধ্যে এশিয়া কাপের গ্রুপিং নিশ্চিত হয়েছে। একই গ্রুপে খেলবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball