promotional_ad

বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দাবি মিসবাহর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বাবর আজম। যদিও অধিনায়ক হিসেবে টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে পারছেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছে পাকিস্তান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে বাবরের দল।


অনেকেই বাবরকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার দাবি তুলেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ উল হক মনে করেন বাবরকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তানের অধিনায়কের অবস্থান দুর্বল করতে একটি মহল ক্রমাগত চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।


promotional_ad

মিসবাহ বলেন, ‘আমার রক্তে ক্রিকেটটা রয়েছে। আমি সবসময়তে ক্রিকেট ম্যাচ দেখি। ক্রিকেট নিয়েই সবসময়তে পড়াশোনা চালিয়ে যাই। সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমি এই কথাটা বলতে পারি যে দলে বাবর আজমের অবস্থানটাকে দুর্বল করা হচ্ছে। ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে দুর্বল করতে।’


রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল মিসবাহকে। তাকেও এমন ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল বলে জানিয়েছেন মিসবাহ। বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিস্তান দলের ড্রেসিং রুমের পরিবেশ খারাপ করবে বলেও মনে করেন তিনি।


মিসবাহর ভাষ্য, ‘তাকিয়ে দেখুন তাকে বেশ কিছু এমন প্রশ্ন করা হয়েছে যা অনভিপ্রেত। এর থেকে তো এটাই নির্দেশ করে যে অধিনায়ক বাবরকে দুর্বল করা হচ্ছে। আমি হতাশ‌ যে এই ঘটনা দলের ড্রেসিং রুমে বাজে প্রভাব ফেলবে। কারোর ওপর এমন চাপ দিলে তা তাকে মানসিকভাবে বিব্রত করবে। যা উল্টে দলের ক্ষতিই করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball