আবার পাকিস্তানের কোচ হতে চান না ওয়াকার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘টাকার জন্য ওয়াসিম-ওয়াকাররা সব করতে পারে’, দাবি রশিদের
৮ মার্চ ২৫
ডিসেম্বরের শেষে শন টেইটের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর পাকিস্তানের পেস বোলিং কোচের পদটা খালিই পড়ে আছে। এখনও তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এরই মধ্যে বেশ কয়েকজনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিস। যদিও সেই সম্ভাবনার কথা নিজেই উড়িয়ে দিয়েছেন তিনি।

ওয়াকার টুইটারে লিখেছেন, 'পাকিস্তান দলের পেস বোলিং কোচ হওয়া নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই আমাকে প্রস্তাব দেয়া হয়নি এবং আমার কোনো আগ্রহ নেই এই দায়িত্ব নেয়ার।'
ওয়াকার ২০১০ থেকে ২০১১ ও ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত দুই মেয়াদে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। এরপর ২০১৯ সালে দলটির পেস বোলিং কোচের দায়িত্ব নেন ওয়াকার।
রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর ২০২১ সালে প্রধান কোচ মিসবাহ উল হকের সঙ্গে চাকরি ইস্তফা দিতে হয়েছিল ওয়াকারকেও।