promotional_ad

দেড় যুগ পেরিয়ে মিরপুরে পাঁচশোর চূড়ায় মালিক

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী ‘ক্রিকেট উইথ সামি’

৬ মে ২৫
সংগঠক মাহিদুল ইসলাম সামি, ফেসবুক থেকে

ঘড়ির কাঁটা যেন থেমে আছে শোয়েব মালিকের জন্য। সময় যতই এগিয়ে চললেও ফিটনেসে এখনও নিজেকে তরুণ বানিয়ে রেখেছেন পাকিস্তানের এই ব্যাটার। এখনও তিনি যেকোনো তরুণকে টেক্কা দিতে পারেন।


শুধু ফিটনেসেই নয় পারফরম্যান্সেও বিপিএলের এবারের আসরে নামিদামি তারকাদের পাল্লা দিয়েছেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে তিনি ৮ ম্যাচে ২৮.৫০ গড়ে ২৩১ রান করেছেন। শুক্রবার তিনি ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নেমেছেন নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচে। 


promotional_ad

মালিকের টি-টোয়েন্টির যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে লাহোরে। প্রায় দেড় যুগের অনেক নাটকীয়তা, অনেক লড়াই শেষে মিরপুরে নিজের ৫০০তম ম্যাচে মাঠে নেমেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। যে সম্ভাবনা নিয়ে তিনি তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যারিয়ারের এই পর্যায়ে শেষে তৃপ্তি পেতেই পারেন মালিক।


আরো পড়ুন

পিসিবির ৫ লাখ রুপির চাকরি ছেড়ে দিলেন মালিক

১৫ মে ২৫
শোয়েব মালিক, ফাইল ফটো

৪৯৯ ম্যাচ খেলে মালিকের নামের পাশে রয়েছে ১২ হাজার ২৮০ রান। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি রান আছে কেবল ক্রিস গেইলের। ক্যারিবীয় এই ব্যাটিং দানব ১৪ হাজার ৫৬২ রান করেছেন। এই ফরম্যাটে মালিকের ৭৫টি হাফ সেঞ্চুরি রয়েছে।


যদিও কোনো সেঞ্চুরির স্বাদ পাননি তিনি। টি-টোয়েন্টিতে মালিকের চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কেবল দুই ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড (৬১৪) ও ডোয়াইন ব্রাভো (৫৫৬)। এই দুজন বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর হট কেক। তবুও মালিক বলতে গেলে নিরবে নিভৃতেই পাঁচশো ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন।


আন্তর্জাতিক টি-টোয়েন্টির হিসেবেও ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার মালিক। তিনি ১২৪ ম্যাচ খেলে ২ হাজার ৪৩৫ রান করেছেন। সেই সঙ্গে স্পিন বোলিংয়ে তিনি নিয়েছেন ২৮ উইকেট। জাতীয় দলের হয়ে মালিকের চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে কেবল রোহিত শর্মার।


এখনও পর্যন্ত বিভিন্ন লিগের ২৬টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মালিকের। এর মধ্যে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী রয়্যালস, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছেন তিনি। শুক্রবার ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। এরপর দেখা যায় মালিককে রংপুরের ক্রিকেটাররা গার্ড অব অনার জানিয়েছেন। সতীর্থদের এমন আয়োজনের আবেগী হতেই পারেন মালিক। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball