মাশরাফি বলছেন মিস করব, আমির বললেন ব্যাকআপ আছে
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
তৌহিদ হৃদয়-নাজমুল হোসেন শান্ত কিংবা জাকির হাসানের ব্যাটিংয়ের বদৌলতে রীতিমতো উড়ছে সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে শান্ত-হৃদয়রা যেমন দাপট দেখিয়েছেন বল হাতে দলটির ত্রাতার ভূমিকায় মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।
দলের অন্যতম সেরা দুই বোলার হলেও প্লে অফে তাদেরকে দুজনকে পাচ্ছে না সিলেট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিপিএল ছেড়ে দেশে ফিরতে হচ্ছে আমির ও ইমাদকে। তাদেরকে সিলেট মিস করবে বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিপিএলের এবারের আসরে সিলেটের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়ার বোলারদের তালিকায় দুইয়ে আছেন আমির। চোখে পড়ার মতো ৬.১৩ ইকনোমি রেটে প্রতিপক্ষের ব্যাটারদের আটকে রেখেছেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার।
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২৪ এপ্রিল ২৫
আমিরের মতো বল হাতে মিতব্যয়ী ছিলেন ইমাদও। ১১ ম্যাচ খেলা বাঁহাতি এই স্পিনার ৫.১১ ইকনোমি রেটে নিয়েছেন ১২ উইকেট। পয়েন্ট টেবিলে সিলেটের দাপটের পেছনে তাদের অবদান যে অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে হারের উদাহরণ টেনে তাদের কার্যকারীতা জানালেন সিলেটের অধিনায়ক।
ম্যাচ শেষে তাদের দুজনকে নিয়ে মাশরাফি বলেন, ‘এটা আসলে কঠিন (আমির-ইমাদকে ছাড়া খেলা)। কারণ বোলার হিসেবে ইমাদ এবং আমির খুবই ভালো। নিশ্চিতভাবেই আমরা তাদের মিস করবো। তাদের ছাড়া আমরা সবশেষ ম্যাচে ধুঁকেছি। পিএসএল শুরু হতে যাচ্ছে যে কারণে তাদের জন্যও কঠিন (বিপিএলে থাকা)। তাদের এগিয়ে যেতে হবে এবং এটা মোকাবেলা করার চেষ্টা করতে হবে।’
এদিকে আমির ও ইমাদের অভাব পূরণে পাকিস্তানের মোহাম্মদ ইরফান ও সাউথ আফ্রিকার জর্ড লিন্ডেকে দলে নিয়েছে সিলেট। এ ছাড়া স্কোয়াডে রয়েছেন গুলবাদিন নায়েব ও থিসারা পেরেরার মতো অলরাউন্ডারও। এদিকে তিনি চলে গেলেও ভালো ব্যাকআপ আছে বলে মনে করেন আমির। তিনি বলেন, ‘আমাদের ভালো ব্যাকআপ আছে। আমি চলে গেলেও বাকিরা ভালো করবে।’
নিজেদের শেষ ম্যাচ খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট। এদিন ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ইমাদ। এদিকে খুলনার বিপক্ষে জয় পাওয়ায় শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে মাশরাফির দল। ফলে ফাইনালে যাওয়ার জন্য দুটি সুযোগ পাবে সিলেট।