কুমিল্লায় রিজওয়ানের বদলি মঈন
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
আগামী ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ না খেলেই দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিদের চাওয়ায় বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে পাকিস্তানে ফিরেও গেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে বিপিএলে এসেছিলেন মোহাম্মদ রিজওয়ান। পিএসএল শুরু হতে কয়েকদিন বাকি থাকায় ফিরতে হচ্ছে তাকেও। ৮ ফেব্রুয়ারি ফেরার কথা থাকলেও মুলতান সুলতানসের কাছে অনুমতি নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন রিজওয়ান।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটারের খেলার খবর নিশ্চিত করেছেন কুমিল্লার সাপোর্ট স্টাফের একজন। এদিকে রংপুরের সঙ্গে ম্যাচ খেলেই পাকিস্তানে চলে যাবেন রিজওয়ান। ডানহাতি এই ব্যাটারের বদলি হিসেবে আসবেন মঈন আলী।
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
এ প্রসঙ্গে কুমিল্লার সাপোর্ট স্টাফের সেই সদস্য বলেন, ‘কালকে খেলার পর চলে যাবে রিজওয়ান। তারপর ওইখানে বিকল্প হিসেবে মঈন আলী আসবে।’ আগামী দুই-একদিনের মাঝে ইংল্যান্ডের এই অলরাউন্ডার চলে আসবেন বলে জানান তিনি। মঈনের আসা নিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ দুই-একদিনের মাঝে মঈন আলী আমাদের দলে চলে আসবে।’
রিজওয়ান ছাড়াও বিপিএলে কুমিল্লার হয়ে এবারের মৌসুম খেলেছেন খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ এবং হাসান আলী। ইতোমধ্যে তাদের বদলিও নিয়ে এসেছে কুমিল্লা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। সবশেষ ম্যাচে খেলেছেনও তারা দুজন।
এদিকে পিএসএলের জন্য বিপিএল ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম। এ ছাড়া রংপুরের হারিস রউফ ও শোয়েব মালিক, খুলনা টাইগার্সের আজম খান এবং ওয়াহাব রিয়াজরা বিপিএল ছেড়ে পাকিস্তানে চলে গেছেন।