promotional_ad

আরও বেশি বাউন্ডারি চান জ্যোতি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়ানডেতে এক ধাপ এগিয়ে সাতে বাংলাদেশের মেয়েরা

১৪ মে ২৫
বিসিবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানরুপ সূচনা পায়নি বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে। ম্যাচ হারের পর নিজেদের ব্যাটিং সীমাবদ্ধতার কথাই ফুটে উঠল নিগারের কণ্ঠে। আসন্ন ম্যাচগুলোতে ব্যাটারদের ব্যাটে আরও বেশি বাউন্ডারি চান প্রমিলা দলের অধিনায়ক।


টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৬ রান তোলে বাংলাদেশ নারী দল। সাত উইকেট হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা নারী দল।


বাংলাদেশের মেয়েদের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৯ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। ৩২ বলে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি চারের মার। এ ছাড়া ৩৪ বলে ২৮ রান করেন অধিনায়ক জ্যোতি।


promotional_ad

এই দুজন ছাড়া দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল শামিমা সুলতানা এবং লতা মন্ডল। শামিমা ১৩ বলে ২০ এবং লতা ১৩ বলে ১১ রান করেন। পুরো ইনিংসে বাংলাদেশ মোটে বাউন্ডারি হাকিয়েছে দশটি।


আরো পড়ুন

৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা

২০ মে ২৫
৩ বছর ধরে জাতীয় দলের বাইরে রুমানা আহমেদ, ফাইল ফটো

জ্যোতি বলেন, ‘পাওয়ার প্লের সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে। আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এই ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষ দিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’


লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। একে একে ফিরে যান চামারি আতাপাত্তু (১৫), ভিশ্মি গুনারত্নে (১) এবং আনুশকা সাঞ্জিওয়ানি (০)। মাত্র ২৩ রান খরচায় তিন উইকেট নেন মারুফা।


১৮ বছর বয়সী এই পেসারকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে জ্যোতি বলেন, ‘মারুফা আজ সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সে মাত্রই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে এসেছে এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা দেখিয়েছে।’


তারপর অবশ্য আর উইকেট পায়নি বাংলাদেশ নারী দল। হারশিতা সামাবিক্রমা ৫০ বলে ৬৯ এবং নিলাকশি ডি সিলভা ৩৮ বলে ৪১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball