নারী ক্রিকেটারদের ম্যাচ ফি তিন গুণ করলো শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফি বেড়েছে শ্রীলঙ্কার নারী ক্রিকেটারদের। আগের তুলনায় এখন থেকে তিন গুণ ম্যাচ ফি পাবে চামারি আতাপাত্তুরা দল। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এত দিন ধরে সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার ম্যাচ ফি ছিল ২৫০ ডলার। সেটি বাড়িয়ে করা হয়েছে ৭৫০ ডলার। স্কোয়াডে থাকা একাদশের বাইরের ক্রিকেটাররা পাবেন মোট ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থাৎ ১৮৭.৫০ ডলার।

ম্যাচ ফি ছাড়াও প্রতিটি জেতা ম্যাচের জন্য এখন থেকে বিশেষ বোনাস পাবে লঙ্কান নারী ক্রিকেট দলের সদস্যরা। প্রতিটি জেতা ম্যাচের জন্য থাকবে আরও ২৫০ ডলার করে বোনাস। চলতি বছরের প্রথম দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে এসএলসি।
৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা
২০ মে ২৫
এদিকে নারী দলকে প্রধান্য না দেয়ার ব্যাপারটি বেশ কিছু দিন ধরেই শ্রীলঙ্কার ক্রিকেটের আলোচনায় ছিল। তবে এবার তাদের ম্যাচ ফি বাড়ানোয় বলা যায় কিছুটা হলেও নারী ক্রিকেটের উন্নয়নে হাওয়া লেগেছে।
তবে ম্যাচ ফি বাড়ানো হলেও পুরুষ ক্রিকেটের তুলনায় বেশ নগণ্যই এটি। সবশেষ কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ওয়ানডেতে ৪ হাজার ও টি-টোয়েন্টিতে ৩ হাজার ডলার ম্যাচ ফি পান দাসুন শানাকা, কুশল মেন্ডিসরা। তারপরও দেশে চলমান অর্থনৈতিক সংকটের মাঝেও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে ২০২০ সালের মার্চ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি আতাপাত্তুর দল। তবে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে তারা। ইতোমধ্যেই আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে আতাপাত্তুর দল।