promotional_ad

রয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে কোয়েটার ইতিহাস গড়া জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়

৭ জানুয়ারি ২৫
জেসন রয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা, ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ

রাওয়ালপিন্ডিতে বুধবারের পিএসএলের ম্যাচে বাবরের সেঞ্চুরি, সাইম আইয়ুবের হাফ সেঞ্চুরি এবং রভম্যান পাওয়েলের অসাধারণ ক্যামিওতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ২৪০ রান করে পেশাওয়ার জালমি। এই টুর্নামেন্টের ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে আরও ১০ বল বাকি থাকতে কোয়েটা গ্ল্যাডিয়টর্সকে জয় এনে দেন দলটির ইংলিশ রিক্রুট জেসন রয়।


টস জিতে আগে ব্যাটিংয়ে নামা পেশোয়ার উদ্বোধনী জুটিতেই তোলে ১৬২ রান। ১৩.৩ ওভারে গড়া এই জুটিতে ৩৪ বলে ৭৪ রান করেন সাইম। ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কার মার। অধিনায়ক বাবরের ব্যাটে আসে ৬৫ বলে ১১৫ রানের ইনিংস।


promotional_ad

এই ইনিংসে ছিল ১৫টি চার এবং তিনটি ছক্কার মার। শেষদিকে ১৮ বলে ৩৫ রানের ক্যামিও খেলেন পাওয়েল। ক্যারিবিয়ান এই হার্ডহিটার তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান। কোয়েটার হয়ে বোলিং করা ছয় বোলারই ওভার প্রতি এ দিন সাড়ে নয়ের ওপর রান দেন।


আরো পড়ুন

রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর

২৪ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি ও রিশাদ হোসেন

কোয়েটার রেকর্ড গড়ায় সবচেয়ে বড় অবদান রাখা রয় ৬৩ বলে খেলেন অপরাজিত ১৪৫ রানের ইনিংস। এর মধ্যে ১১০ রানই আসে বাউন্ডারি থেকে। ২০টি চারের সঙ্গে পাঁচটি ছক্কা হাঁকান তিনি। একই সঙ্গে কলিন ইনগ্রামের রেকর্ডও ভাঙেন রয়।


২০১৯ সালে কোয়েটার বিপক্ষে করাচি কিংসের হয়ে ইনগ্রামের করা ১২৭ রান ছিল পিএসএলের আগের ব্যক্তিগত সর্বোচ্চ। এখন তা শুধুই রয়ের। রয়কে যোগ্য সঙ্গ দেন চারে নামা মোহাম্মদ হাফিজ। ১৮ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি।


পিএসএলে এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল কেবল মুলতান সুলতানসেরই। গত বছর লাহোর কালান্দার্সের বিপক্ষে তারা ২০৭ রান তাড়ায় ম্যাচ জিতে। এবার সেই রেকর্ড ভাঙল কোয়েটা। এ নিয়ে পঞ্চামবার দুইশ বা এর অধিক রান তাড়ায় জিতল তারা। এই ম্যাচে দুই দল মিলিয়ে করে ৪৮৩ রান। এশিয়ায় কোনো টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball