পিএসএলে যুক্ত হচ্ছে নতুন দুই দল!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর
২৪ মে ২৫
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত হচ্ছে নতুন দুটি দল। তবে কোন দুটি শহরের ফ্র্যাঞ্চাইজি পিএসএলে নাম লেখাচ্ছে এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল। অবশেষে জানা গেছে শিয়ালকোট ও ফয়সালাবাদ পিএসএলে যোগ দিচ্ছে।
পিএসএলের দল পেশোয়ার জালমির মালিকানায় রয়েছেন জাভেদ আফ্রিদি। সম্প্রতি ফেসবুকে তাকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির নাম জানতে চেয়ে কমেন্ট করেছিলেন একজন। আফ্রিদি সেই প্রশ্নের উত্তরেই জানিয়েছেন নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির কথা।

যদিও পিএসএলের আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিএসএল) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন, চাহিদার কারণে ভবিষ্যতে পিএসএলে দল বাড়াতে পারেন তারা।
যদিও পিএসএলে দল না বাড়ানোর জন্য অন্য ফ্র্যাঞ্চাইজিদের কথা দিয়েছিলেন পিসিবির আগের দুই চেয়ারম্যান এহসান মানি ও রমিজ রাজা। শুরুতে পিএসএল ছিল ৮ দলের একটি প্রজেক্ট। যদিও ৬ দলের এই টুর্নামেন্ট আয়োজন করেই জনপ্রিয়তা অর্জন করেছে পিসিবি।
এ প্রসঙ্গে শেঠি বলেছিলেন, ‘পিএসএলে দল বাড়ানোর জন্য অনেকেই চাপ দিচ্ছে। অনেকেই চায় পিএসএলে দলের সংখ্যা বাড়ুক। তবে দুর্ভাগ্যজনকভাবে এহসান মানি ও রমিজ রাজা ফ্র্যাঞ্চাইজিদের আশ্বাস দিয়েছিল, আগামী ২ বছরে দলের সংখ্যা ৬ থেকে বাড়বে না। আসলে পিএসএল ছিল ৮ দলের একটা প্রজেক্ট।'
এক সময় পিএসএল ১০ দলেরও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন শেঠি। তিনি বলেছিলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধ করব যেন আরও দুইটা দল বাড়ানো যায়। এতে কারও আর্থিক কোনো ক্ষতি হবে না। যদি ফ্র্যাঞ্চাইজির ক্ষতি হয়, পিসিবি এর ক্ষতিপূরণ দেবে। সবাই চায় আরও দুটি দল যুক্ত হোক। যত দল বাড়বে, যত খেলোয়াড় বাড়বে পিএসএল ততই সার্থক হবে। আমি এটাও বলে রাখি, যদি ১০টি দলও আনা হয়, পিএসএলের যা চাহিদা তাতে সবগুলো দল কিনে নেবে ফ্র্যাঞ্চাইজিরা।'