আফ্রিদিদের বিশ্রামের কারণ খুঁজে পাচ্ছেন না কামরান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে বিশ্রাম দেয়া হয়েছিল পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খানকে। যদিও কদিন পরেই বিশ্বকাপ, এর মধ্যে দলের মূল ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
দ্বিতীয় ওয়ানডেতে এই দুজনে বদলি হিসেবে খেলেছেন ইহসানউল্লাহ ও উসামা মীর। যাদের কিনা বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই শঙ্কা রয়েছে। কামরান মনে করেন মূল যে ক্রিকেটাররা রয়েছেন তাদের যথাসম্ভব ৫০ ওভারের ম্যাচ খেলানো প্রয়োজন।

তিনি বলেন, 'পাকিস্তান শাহীন শাহ আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে। এটা কোনো কৌশলগত পরিবর্তন নয়। আমাদের বিশ্বকাপের কথা মাথায় রাখবে এবং তার যত বেশি সম্ভব ৫০ ওভারের ম্যাচ খেলা উচিত। এটা তাকে ছন্দ ফিরে পেতে সাহায্য করবে এবং তার গতি বাড়াতে সহায়তা করবে। পাকিস্তান দলের এটাই প্রয়োজন।'
শাহীনের ওয়ার্কলোড সামলাতে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেয়া উচিত ছিল এবং তার জায়গায় নাসিম শাহকে খেলানো যেত বলেও মন্তব্য করেছেন শাদাব। তিনি বলেন, 'তার ওয়ার্কলোড আরও ভালোভাবে সামলানো যেত। শাহীনকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া যেত। কিন্তু তারা তাকে পুরো পাঁচ ম্যাচেই বোলিং শুরু করিয়েছে। বিপরীতে তারা নাসিম শাহকে বিশ্রাম দিয়েছে।'
ভবিষ্যতের জন্য পরামর্শ দিয়ে কামরান বলেন, 'মূল কথা হলো শাহীন ও শাদাবকে তাদের খেলানো উচিত ছিল। তারা আপনার মূল খেলোয়াড়। তাদের ফর্ম ধরে রাখতে তাদের উজ্জীবিত করা উচিত। ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন। আমি জানি না কারা এসব সিদ্ধান্ত নিচ্ছে এবং ভবিষ্যতের কথা কেন চিন্তা করছে না।'
এর আগে প্রথম ম্যাচে শান মাসুদকেও বাদ দেয়া হয়েছিল। পরের জানা যায় এই অলরাউন্ডার অনুশীলনে আঙুলের চোটে পড়েছেন। দ্বিতীয় ম্যাচে আব্দুল্লাহ শফিক খেলেছিলেন তার জায়গায়। যদিও শফিকের ব্যাট থেকে এসেছে মাত্র ৭ রান।