সূর্যকুমারকে নিয়মিত ৩ নম্বরে চান শেবাগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি
১৭ মে ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে শুরুটা ভালো ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম ৭ ম্যাচেই ৪টিতে হেরেছিল রোহিত শর্মার দল। যদিও পরের ৫ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে এসেছে আইপিএলের সবচেয়ে সফল এই দলটি।
শুরুর দিকে মুম্বাইয়ের ফর্ম দেখে অনেকেই মনে করেছিলেন প্লে অফে খেলতে পারবে না দলটি। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সবাইকে ভুল প্রমাণ করেছে তারা। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং মনে করেন, মুম্বাই বেশ ভালোভাবেই জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়।

স্টার স্পোর্টসের লাইভ প্রোগ্রামে তিনি বলেন, 'মুম্বাই আবারও প্রমাণ করেছে, তারা চ্যাম্পিয়ন দল এবং তারা জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় শক্তভাবে। শুরুর দিকে হারতে থাকায় অনেকে তাদের গোণায় ধরেনি। কিন্তু তারা জয়ের ধারায় ফিরেছে। তাদের আর আটকানো যাবে না।'
বেঙ্গালুরুকে সেরা দুইয়ে তুলে ‘গুরু’ কার্তিককে কৃতিত্ব দিলেন জিতেশ
৮ ঘন্টা আগে
গ্রুপ পর্ব শেষে মুম্বাই সেরা দুইয়ে থাকতে পারেন বলেও আশাবাদী হরভজন। তিনি বলেন, 'তারা সেরা দুইয়ে থেকেও আসর শেষ করতে পারে। তারা যদি শেষ দুই ম্যাচে জিততে পারে তাহলে তাদের ১৮ পয়েন্ট হবে। গুজরাট ১৮ পয়েন্ট পেয়েছে ইতোমধ্যে এবং মুম্বাই ছাড়া আর কারোর ১৮ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই।'
আইপিএলের এবারের আসরের শুরুর দিকে মুম্বাইয়ের মতো নিষ্প্রভ ছিলেন সূর্যকুমার যাদবের ব্যাটও। তিনিও ঘুরে দাঁড়িয়েছেন। সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৪টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ভারতের আরেক সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ মনে করেন সূর্যকুমারকে নিয়মিত ৩ নম্বরে খেলানো উচিত।
তিনি বলেন, 'স্কাইকে (সূর্যকুমার) নিয়মিত তিন নম্বরে খেলানো উচিত মুম্বাইয়ের। কারণ সে পেস ও স্পিন দারুণ খেলে। যদিও এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কিন্তু আমার খুব করে চাওয়া সে আরও বল খেলার সুযোগ পাক।'