টি-টোয়েন্টিতে ফুরিয়ে যাননি, জানিয়ে দিলেন কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
২৪ মে ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তরুণ ব্যাটারদের দাপুটে ব্যাটিং দেখে অনেকেই ভারতের টি-টোয়েন্টি দল থেকে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাদ দিতে বলছেন। সমালোচনা হচ্ছিলো বিরাট কোহলির ব্যাটিংয়ের ধরন নিয়েও। যদিও এসবে নির্বিকার কোহলি। আইপিএলে টানা দুই সেঞ্চুরি হাঁকানোর পর নিজের অস্তিত্বের কথা আবারও জানান দিলেন তিনি। একইসঙ্গে জানিয়ে দিলেন, এই সংস্করণে নিজের ব্যাটিং উপভোগ করছেন তিনি।
এম চিন্বাস্বামী স্টেডিয়ামে রোববার প্রথম পর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দারুণ ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৯৭ রানে পৌঁছে দেন কোহলি। ১৩ চার ও একটি ছক্কায় তিনি খেলেন ৬১ বলে ১০১ রানের ইনিংস।

একইসঙ্গে আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরিও তুলে নেন কোহলি। টুর্নামেন্টের পুরো ইতিহাসে তার চেয়ে বেশি সেঞ্চুরির স্বাদ পাননি আর কেউই। তার আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০০ রান করে ৬ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের পাশে জায়গা নেন তিনি।
বেঙ্গালুরুকে সেরা দুইয়ে তুলে ‘গুরু’ কার্তিককে কৃতিত্ব দিলেন জিতেশ
৯ ঘন্টা আগে
গেল ম্যাচে সেঞ্চুরির পর কোহলি বলেন, 'অনেকেই মনে করে, আমার টি-টোয়েন্টি ক্রিকেট শেষের দিকে। কিন্তু আমি মোটেও তেমনটা অনুভব করি না। মনে হচ্ছে, আবারও নিজের সেরা টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। আমি নিজের খেলা উপভোগ করছি, আর এভাবেই আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলি। ফাঁকা জায়গা দিয়ে খেলার চেষ্টা করি, অনেক বাউন্ডারি মারতে চাই এবং ম্যাচ পরিস্থিতি অনুকূলে থাকলে শেষ দিকে বড় শট খেলি।'
'ম্যাচ পরিস্থিতি বুঝতে হবে এবং সে অনুযায়ী খেলতে হবে। এই কাজটি আমি খুব ভালোভাবে করতে পারি…এই মুহূর্তে নিজের খেলা নিয়ে এবং যেভাবে ব্যাটিং করছি, সত্যি ভালো অনুভব করছি।'
মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টটিতে পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান কোহলি। এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে শিখর ধাওয়ান এবং গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে এই কীর্তি গড়েন জস বাটলার।
সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা কোহলির অষ্টম সেঞ্চুরি। এই সংস্করণে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার গেইল (২২) ও পাকিস্তানের বাবর আজমের (৯)। কোহলির সমান আটটি সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার, অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।