ক্রিকেটাররা স্বস্তিতে ঘুমাতে পারবে না, এই ১৫-২০ জনই আমাদের সেরা: তাসকিন

নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম যখন ব্যাটিং করছিলেন বাংলাদেশের রান তখন ১ উইকেটে ১০০। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৪৫ রানের লক্ষ্য পেরিয়ে যাওয়া সফরকারীদের জন্য কেবলই সময়ের ব্যাপার। অথচ শান্তর রান আউটে আচমকা ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের স্পিনে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় তারা। এমন অবিশ্বাস্য ব্যাটিং ধসে তানজিদ ও জাকের হাফ সেঞ্চুরির পরও জিততে পারেনি সফরকারীরা। মিডল অর্ডারের ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেও তাসকিন আহমেদ তাদের হয়ে ব্যাটই ধরলেন। ডানহাতি পেসার আরও একবার মনে করিয়ে দিলেন বাংলাদেশ এখন ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক