promotional_ad

সবসময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকবে না নিউজিল্যান্ড

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল

১৮ এপ্রিল ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন

‘আমরা সবসময় টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থাকব না। কারণ র‌্যাঙ্কিং পরিবর্তন হয়’ পাকিস্তানকে হোয়াইটওয়াশের সঙ্গে প্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর গ্যারি স্টেড এমনটাই জানালেন। দীর্ঘ ৯০ বছরের প্রচেষ্টার পর হাতের মুঠোয় ধরা দিয়েছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।


চলতি সপ্তাহে পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারানোর পর শীর্ষে উঠে আসে কিউইরা। ইতিহাসে ৭ম দল হিসেবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো তারা। যেটিকে নিজেদের দেশের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন কেন উইলিয়ামসন।


promotional_ad

অধিনায়কের কথার সঙ্গে কথার কিছুটা মিল থাকলেও দলটির প্রধান কোচ স্টেড অবশ্য জানিয়েছেন, নিউজিল্যান্ড সবসময় টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকবে না। তিনি মনে করেন, খেলার সময় র‌্যাঙ্কিং কোনো বিষয় নয়। কেবল ভালো মানের এবং ধারাবাহিকতা বজায় রেখে ক্রিকেট খেলাটাই মূখ্য। সেই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উন্নতিতেও বেশ খুশি তিনি।


আরো পড়ুন

নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন স্টেড

৮ এপ্রিল ২৫
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড

এ প্রসঙ্গে স্টেড বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে যা ঘটছে তাতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর বিশেষ একটি বিষয়। আমার ধারণা এখানে প্রচুর দক্ষ লোক আছে। এই পর্যায়ে আসার জন্য আগে যারা চেষ্টা করেছিল ছেলেরা গতকাল তাদের সম্মাননা জানিয়েছে।’


‘তারা (ক্রিকেটাররা) যেভাবে আরও উন্নতি করার চেষ্টা করছে তাতে আমি গর্বিত। আমরা সবসময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকব না কারণ র‌্যাঙ্কিং পরিবর্তন হয়। আপনি যখন খেলা শুরু করেন তখন র‌্যাঙ্কিং কিছুই নয়। এটা কেবলই ভালো এবং ধারাবাহিক ক্রিকেট খেলা। এটা আমাদের জন্য উৎসাহজনক এবং আনন্দদায়ক বিষয় যা আমরা প্রতিদিনের ভিত্তিতে পরিচালনা করছি; তিনি আরও যোগ করেন।’


এর আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা নিয়ে উইলিয়ামসন বলেছিলেন, ‘আমি আসলে ঠিক জানি না, র‍্যাঙ্কিং কীভাবে কাজ করে, তবে যেটা জানি, একটা নির্দিষ্ট সময় ধরে এটা নির্ধারণ করা হয়। এটা অর্জন করার মানে হলো, অনেক পরিশ্রম করা.. ম্যাচে, অনুশীলনে। এটা একটা বিশেষ মুহুর্ত। আপনি জানুন বা না, ৬ জানুয়ারি নিউজিল্যান্ড ক্রিকেটে বিশেষ দিন। প্রতিদিন আপনি টেস্ট ক্রিকেটের এক নম্বরে প্রথমবারের মতো ওঠার ইতিহাস গড়বেন না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball