promotional_ad

আর্চারকে ছাড়া অ্যাশেজ জিততে পারবে না ইংল্যান্ড: ক্লার্ক

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

'ভারত চ্যাম্পিয়ন, রোহিত সেরা ব্যাটার', ক্লার্কের ভবিষ্যদ্বাণী

১৮ ফেব্রুয়ারি ২৫
মাইকেল ক্লার্ক, ক্রিকেট অস্ট্রেলিয়া

চোটের কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন জোফরা আর্চার। সে কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। অ্যাশেজে যা ইংল্যান্ডকে ব্যাপকভাবে ভোগাবে বলে মনে করেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের দাবি, আর্চারকে ছাড়া অ্যাশেজ জিততে পারবে না ইংলিশরা।


২০১৯ বিশ্বকাপের আসর থেকে ইংল্যান্ডের পেস ইউনিটের প্রধান হাতিয়ার উঠেছেন আর্চার। সম্প্রতি কনুইয়ের চোটে ক্রিকেট থেকে ছিটকে গেছেন তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, চোট এতটাই গুরুতর যে এ বছরে আর ক্রিকেটে ফেরা হচ্ছে না আর্চারের।


promotional_ad

এদিকে মানসিক অবসাদের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে অবসরে গেছেন বেন স্টোকস। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের আগে তিনি ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তাই এই ইংলিশ অলরাউন্ডার ও আর্চারকে ছাড়া অ্যাশেজে ইংল্যান্ড খুব একটা সুবিধা করতে পারবে না বলে মনে করেন ক্লার্ক।


অজিদের হয়ে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে আর্চারকে ছাড়া জিততে পারবে না ইংল্যান্ড। এছাড়া বেন স্টোকস নেই, মানে বেশ খানিকটা পিছিয়ে তারা। বর্তমানে তাদের ব্যাটিং লাইনআপ খুব একটা ভাল নয়। আর্চার দলটির তরুপের তাস। আমি মনে করি, আর্চারকে ছাড়া ধরাশায়ী হবে ইংলিশরা।’


চলতি বছরের শুরুর দিকে নিজেদের মাটিতে ভারতের কাছে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। সেবার সিরিজ হারের কারণ হিসেবে বোলারদের অফ ফর্মকে দায়ী করেছিলেন অনেকে। তাই আসন্ন অ্যাশেজে ইংলিশদের বিপক্ষে অজি বোলারদের নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ দিলেন ক্লার্ক।


তিনি বলেন, ‘আমাদের পেস বোলার ও নাথান লায়নের উচিত হবে ভারত সিরিজের চেয়ে ভাল বোলিং করা। আমি মনে করি আপনারা অ্যাশেজে সাজানো একটি অস্ট্রেলিয়াকে দেখবেন।’


২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে শেষ অ্যাশেজে ২-২ ব্যবধানে ড্র করেছিল অজিরা। তার আগে ২০১৭ সালে ঘরের মাঠে ইংলিশদের ৪-০ ব্যবধানে হারিয়েছিল তারা। আগামী ডিসেম্বরে ঘরের মাঠে অ্যাশেজে ইংলিশদের মোকাবেলা করবে এই দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball