promotional_ad

ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে ক্যারিবিয়ানরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

গত বছর কোভিড-১৯ এর কারণে স্থগিত হয়েছিল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। স্থগিত হওয়া সিরিজটি এবার আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলতে সোমবার (৬ জুন) পাকিস্তান পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল।


আসন্ন এই ওয়ানডে সিরিজের ভেন্যু হিসেবে রাওয়ালপিন্ডিকে বেছে নিয়েছিল পিসিবি। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে মুলতানে নিয়ে যাওয়া হয়েছে।


promotional_ad

মূলত রাজনৈতিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত আসলেও বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। ক্যারিবিয়ানরা ইতোমধ্যেই মুলতানে অবস্থান করছে। এখানেই ওয়ানডে সিরিজের প্রস্তুতি সাড়বে নিকোলাস পুরানের দল।


আরো পড়ুন

৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড

২৩ মে ২৫
আয়ারল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছেন ম্যাথু ফোর্ড

এদিকে আসন্ন এই সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে পিসিবি। চোট কাটিয়ে ১৬ সদস্যের এই দলে ফিরেছেন শাদাব খান। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে ছিলেন না শাদাব। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে এবার পুরো ফিট হয়েই দলে ফিরেছেন পাকিস্তানের সহ অধিনায়ক।


তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে থাকছে না কোনো জৈবসুরক্ষা বলয় কিংবা ম্যানেজ ইভেন্ট এনভায়োরনমেন্ট। তাই অস্ট্রেলিয়া সিরিজে ২১ সদস্যের স্কোয়াড দিলেও এবার তা ১৬ সদস্যে নামিয়ে এনেছে পিসিবি।


আগামী ৮ জুন প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ জুন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball