শুরু হচ্ছে আরেকটি টি টোয়েন্টি টুর্নামেন্ট

promotional_ad

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে প্রত্যেক দলে পাঁচ বিদেশী খেলানোয় দেশের স্থানীয় ক্রিকেটাররা খুব একটা ভালো করার সুযোগ পাননি।  এমনটা যে হবে সেটি অবশ্য বিপিএল শুরুর আগে থেকেই বলে আসছিলেন দেশের অনেক সাবেক ক্রিকেটার। 


তবে বিপিএলে সুযোগ না পাওয়া স্থানীয় ক্রিকেটারদের সুযোগ করে দিতে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেরা সাতটি বা আটটি দল নিয়ে আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই অংশ নিতে পারবেন। 


গত মাসেই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের জানিয়েছিলেন, স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা করছেন তারা।


promotional_ad

এবার সেই বিষয়টিই নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।মঙ্গলবার সিসিডিএমের এক সভা শেষে ইনাম আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন,


'আমরা ঢাকা প্রিমিয়ার লিগের সেরা সাত কিংবা আটটি দলকে নিয়ে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যে আট দলের ভাবনা এসেছে।'


মূলত ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান ইনাম। তাঁর ভাষ্যমতে, 'দেখা যায়, সেরা ছয় দল সুপার লিগে আর শেষ তিনটি দল রেলিগেশন এড়াতে লড়াই করছে। কিন্তু সাত-আট নম্বরে থাকা দলের কিছু থাকে না। টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেরা আট দল খেলার সুযোগ পেলে লিগে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে যাবে।'


টুর্নামেন্টের ম্যাচগুলোর ভেন্যু হিসেবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকেই পছন্দ সিসিডিএমের। পাশাপাশি টিভিতেও সরাসরি ম্যাচগুলো সম্প্রচার করা হতে পারে বল জানান কাজী ইনাম। বললেন,   


'আমরা মিরপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট করতে চাই। নক আউট বা দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। টিভিতে সরাসরি সম্প্রচার করা গেলে টুর্নামেন্টের আকর্ষণ অনেক বেড়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball