গৃহযুদ্ধ চলছিল কলকাতা শিবিরে, স্বীকারোক্তি ক্যাটিচের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের এবারের আসরে প্রথম দিকে ভালো ছন্দে থাকা কলকাতা নাইট রাইডার্স শেষের দিকে এসে ছন্দ হারিয়ে ফেলে। টানা পরাজয়ে দলের মধ্যে সৃষ্টি হয়েছিল অশান্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরাজয়েও সেই অশান্তির আঁচ পড়েছিল কলকাতা শিবিরে।
সমস্যার সূত্রপাত হয়েছিল রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে পরে নামানো হয়েছিল তাঁকে। যে ম্যাচে আর দু’বল পেলেই হয়তো ম্যাচ জিতিয়ে ফিরতেন রাসেল। সেই ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রাসেল জানিয়েছিলেন, দলের বেশ কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ তিনি।

অধিনায়ক দীনেশ কার্তিকও বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সেই ম্যাচে মেজাজ হারিয়ে ফেলেছিলেন কার্তিক, যদিও ম্যাচটি জিতেছিল কলকাতা। এবার দলীয় কোন্দলের কথা স্বীকার করে নিলেন ক্যাটিচও।
'হারের কারণ খোঁজার জন্য অনেকেই অনেক কিছু বলে। কিন্তু এটাও অস্বীকার করা যাবে না যে, দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল টানা ম্যাচ হারের পরে। যা গত ম্যাচেই মাঠে প্রকাশ পেয়েছে। বিষয়টি লুকোনো যাবে না। লুকোনো উচিতও নয়।
'তবে এটা সত্যি, আইপিএলের মতো প্রতিযোগিতায় জিততে দলগত সংহতি প্রয়োজন। নাইটরা যা নিয়ে গর্ব করতে পারত। তবে এটা ঠিক যে, দলের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল।'
দলীয় অশান্তি নিয়েই আইপিএল শেষ করল কলকাতা। মুম্বাইয়ের সাথে পরাজয়ে জায়গা হয়নি সেরা চারে। মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস জায়গা করে নিয়েছে আইপিএলের দ্বাদশ আসরের প্লে-অফে।