দুটি কারণে আইপিএলকে জেসন রয়ের 'না'

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না জেসন রয়। চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী এই ওপেনার।
৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজেকে সামনে রেখে দলের সঙ্গেই আছেন রয়। তারপরও ১৯ সেপ্টম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৩তম আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ এই ওপেনার।

এবারের মৌসুমে দিল্লী ক্যাপিটালসে খেলার কথা ছিল রয়ের। তাঁর জায়গায় অস্ট্রেলিয়ার ড্যানিয়েল শামসকে বদলি হিসেবে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। রয় জানিয়েছেন, চোট কাটিয়ে পুরো আইপিএল মৌসুম খেলার সুযোগ থাকলেও, দুটি কারণে তিনি নাম প্রত্যাহার করেছেন।
ফিটনেস ইস্যু এবং ব্যস্ত সূচির কারণেই আইপিএলের এই মৌসুমে খেলবেন না রয়। তিনি বলেন, আগামী কয়েকমাস এখন নিজেকে সময় দিতে পারব, ভাবতে পারব আমার কি দরকার, কোন অবস্থানে থাকলে ক্রিকেটার হিসেবে উন্নতি করতে পারব।'
'লকডাউন চলাকালীন রানিং, সাইকেলিং সহ সবই করেছি যা আপনাকে নিজেকে ভালো অনুভূতি দেয়। কিন্তু কোন কিছুতে পিছিয়ে পরলে নেটে সেটা সেরে ওঠানোর সুযোগ থাকে না। তাই এই ব্রেকটা আমাকে কাজে লাগাতে হবে। সামনে অনেক ব্যস্ত সূচি আছে। তাই ফিট হয়ে ওঠার বড় সুযোগ এটাই' আরও যোগ করেন রয়।
২০২০ আইপিএলের নিলাম থেকে দেড় কোটি রুপিতে জেসন রয়কে দলে নিয়েছিল দিল্লী। এর আগের ২০১৭ এবং ২০১৮ মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই ওপেনার। গেল মৌসুমে আইপিএলের নিলাম থেকে নিজের নাম সরিয়ে নেন রয়।