মালিঙ্গার শূণ্যস্থান পূরণ করবে বুমরাহ
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের শুরুতেই ব্যক্তিগত কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন লাসিথ মালিঙ্গা। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসারের পরিবর্তে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে সাবেক অজি পেসার ব্রেট লি মনে করেন মালিঙ্গার শূণ্যস্থান পূরণ করতে পারে একমাত্র ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। সেই সঙ্গে লির বিশ্বাস মুম্বাই ইন্ডিয়ান্স এবারে বেশ ভালো দল গঠন করতে সক্ষম হয়েছে।

লি বলেন, 'আমি বুমারার ভক্ত। আমি তাকে পুরানো বলে বোলিং করতে দেখতে পছন্দ করি। সে কারণেই তিনি মালিঙ্গার শূণ্যস্থান পূরণ করতে পারেন। ডেথ ওভারে তিনি ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে সক্ষম। তিনি যেভাবে নিয়মিত ইয়ার্কার বোলিং করেন, তাঁর মতো খুব কম বোলারই এমন করতে পারেন।'
'তাদের সেরা চারে থাকতে হবে। গত বছরের চ্যাম্পিয়নরা, এবারে একটি ভাল স্কোয়াড পেয়েছে। পোলার্ড ফর্মে রয়েছে এবং রোহিত কী করতে পারে তা আমরা জানি। তাদের মধ্যে জাসপ্রিত বুমরাহ এবং কিছু ভাল স্পিনার এবং কিছু পাওয়ার হিটার রয়েছে।'
২০০৯ সালে মুম্বাইয়ের হয়ে প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পান মালিঙ্গা। এরপর ২০১৮ সালে বোলিং পরামর্শক হিসেবে দলটি নিয়োগ দেয় তাঁকে।
গত বছর ২ কোটি রুপিতে তাঁকে ক্রিকেটার হিসেবে পুনরায় দলে ভেরায় মুম্বাই। আইপিএলে ১২২ ম্যাচে ১৯.৮০ গড়ে ১৭০ উইকেট শিকার করেছেন তিনি। যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ।