সাকিবদের সিদ্ধান্তের পক্ষেই বেয়ারস্টো

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
২২ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের পর থেকেই আলোচনা তুঙ্গে। অনেক ক্রিকেটারই দেশের খেলার চেয়ে আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন বেশি। আইপিএল চলাকালীন অনেক দেশের খেলা থাকলেও ক্রিকেটাররা এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বেছে নিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিইরজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টরাও আইপিএলে খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন না। এর ব্যতিক্রমও আছে।

একদিন আগেই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা জানিয়েছেন, আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এবার এই প্রসঙ্গে সাকিবদের হয়েই ব্যাট ধরলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তিনি জানিয়েছেন, যারা আইপিএল খেলতে চান তাদের খেলতে দেয়া উচিত।
তিনি বলেছেন, ‘যারা আইপিএল খেলতে চায়, তাদের আপনি আটকাতে পারেন না। দেখুন, এটা ক্রিকেটেরই অংশ। আপনার এমন খেলোয়াড়ও থাকবে, যাদের টেস্ট খেলার চুক্তি আছে (লাল বলের চুক্তি), আবার কারও কারও ওয়ানডে খেলার চুক্তি আছে জাতীয় দলের সঙ্গে। আমার মনে হয় যাদের সঙ্গে বোর্ডের সাদা বলের চুক্তি আছে, তারা আইপিএল খেলতে চাইবে, আর আপনি তাদের আটকাতে পারবেন না।’
আগে সাদা এবং লাল বলের ক্রিকেটের জন্য ক্রিকেটারদের সঙ্গে সম্মিলিত চুক্তি করতো বোর্ডগুলো। এখন বেশিরভাগ ক্রিকেট বোর্ডই সাদা এবং লাল বলের আলাদা চুক্তি করছে। অনেক ক্রিকেটারই দুটি চুক্তিতে জায়গা পান না। এ কারণে অনেকে আইপিএলকে বেছে নিতে পারেন বলে মত সানরাইজার্স হায়দরাবাদের এই ক্রিকেটারের।