পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মারামারি, গ্রেপ্তার ৩৯১

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
উত্তেজনায় ঠাসা ছিল সুপার ফোরের আফগানিস্তান-পাকিস্তান ম্যাচ। মাঠের ক্রিকেটের সেই উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল গ্যালারিতেও। ম্যাচ হারের পর গ্যালারিতে পাকিস্তানিদের ওপর চড়াও হয়েছিলেন আফগানিস্তানের সমর্থকরা। যা একসময় রূপ নিয়েছিল মারামারিতে। এমন ঘটনায় মোট ৩৯১ জন সমর্থককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটারদের আচরণ এবং খেলা শেষে গ্যালারিতে তাদের সমর্থকদের ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব। পাকিস্তানের সাবেক এই পেসার এতেই ক্ষান্ত হননি, কথা-কাটাকাটিতে জড়িয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহীর সঙ্গে।

সুপার ফোরের ম্যাচটিতে মাঠে উত্তেজনা সৃষ্টি হয় ১৯তম ওভারে। পাকিস্তানের ব্যাটসম্যান আসিফ আলীকে আউট করার পর আফগান পেসার ফরিদ আহমেদ কিছু একটা বলেছিলেন। প্যাভিলিয়নমুখী আসিফ তখন ঘুরে দাঁড়িয়ে ব্যাট উঁচিয়ে ফরিদের দিকে এগিয়ে যান।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
ঝামেলা খুব বেশি দূর গড়ায়নি আম্পায়ার ও আফগানিস্তানের অন্য খেলোয়াড়রা এসে হস্তক্ষেপ করায়। যদিও আইসিসি তাদেরকে জরিমানা করেছে। মাঠের ঝামেলা সেখানেই থেমে গেলেও গ্যালারিতে ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় দুই দলের সমর্থকদের।
ম্যাচ শেষে আফগান সমর্থকরা তর্কে জড়ান পাকিস্তানের সমর্থকদের সঙ্গে। একটা পর্যায়ে সেটা রূপ নেয় মারামারি আর ভাঙচুরে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আফগান দর্শক গ্যালারির চেয়ার ভাঙচুর করছেন, একজন পাকিস্তান সমর্থককে পেটাতেও দেখা যায় সেই ভিডিওতে।
এমন ঘটনার পর ৩৯১ জনকে গ্রেপ্তার করেছে আরব আমিরাত পুলিশ। যেখানে ৯৭ জন গ্রেপ্তার হয়েছে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করায়। ১১৭ জন গ্রেপ্তার হয়েছে পাকিস্তানি সমর্থকদের আক্রমণ করায়। ধারণা করা হচ্ছে, বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে তাদেরকে। যার পরিমাণ হতে পারে ৩ হাজার দিরহাম। এদিকে গুঞ্জন রয়েছে তাদের ভিসাও বাতিল করতে পারে দেশটির পুলিশ।