প্রথমবারের মতো ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে পাকিস্তান

পাকিস্তান দল, ফাইল ফটো
প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সিরিজে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

promotional_ad

এই সিরিজটি আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই আয়োজন করা হয়েছে। তিনটি দলকেই বিশ্বকাপের আগে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রস্তুতির সুযোগ করে দিতে চায় পিসিবি।


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন পাকিস্তানের হয়ে ৩৪ ম্যাচ খেলা উসমান

১১ ঘন্টা আগে
উসমান শিনওয়ারি, ফাইল ফটো

সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এটি হবে আফগানিস্তানের ইতিহাসে পাকিস্তানের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।


এর আগে দলটি পাকিস্তানে পাঁচটি ওয়ানডে খেলেছে, সর্বশেষ ম্যাচটি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অংশ হিসেবে। ১৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।


promotional_ad

এরপর খেলা স্থানান্তরিত হবে লাহোরে। ২২শে নভেম্বর পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার, এবং ২৩শে নভেম্বর আবারো পাকিস্তানের বিপক্ষে খেলবে আফগানিস্তান। এরপর ২৫শে নভেম্বর শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের সঙ্গে।


২৭শে নভেম্বর সিরিজের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। এরপর ২৯শে নভেম্বর লাহোরেই অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ। এই ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই অক্টোবর-নভেম্বরে পাকিস্তান আরও একটি গুরুত্বপূর্ণ হোম সিরিজ আয়োজন করবে।


সাউথ আফ্রিকা সফর করবে পাকিস্তানে, যেখানে দুইটি টেস্ট (আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ অংশ) ছাড়াও তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।


পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমেদ সৈয়দ বলেন, 'আমরা শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে স্বাগত জানাতে মুখিয়ে আছি এই প্রথমবারের মতো আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। এই টুর্নামেন্টটি শুধু বিশ্বকাপের প্রস্তুতির সুযোগই নয়, বরং ভক্তদের জন্যও উপভোগ্য ক্রিকেট উপহার দেবে।'


তিনি আরও বলেন, 'এ বছর আমরা সফলভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও নারী বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছি, যা প্রমাণ করে আমাদের ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের সক্ষমতা রয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball