আমিরকে সরফরাজের শেষ সুযোগ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের দলে জায়গা হয়নি পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছে তাঁকে। ইংল্যান্ড সিরিজেই আমিরকে সর্বোচ্চ সুযোগ দিতে চাইছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন আমির। ফাইনালে ভারতের বিপক্ষে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, শেখর ধাওয়ান এবং ভিরাট কোহলির উইকেট তুলে নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। কিন্তু এরপরই যেন হারিয়ে গেছেন বাঁহাতি এই পেসার।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলের হয়ে ১৪ ওয়ানডে খেলা আমির পেয়েছেন মাত্র পাঁচ উইকেট। এই ফর্মহীনতায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ২৭ বছর বয়সী আমির। বিশ্বকাপের দল পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর। তাই ইংল্যান্ড সিরিজে আমিরের সেরা পারফর্মেন্সটা চাইছেন অধিনায়ক সরফরাজ।
'এখন পর্যন্ত বোলিং বিভাগ যেভাবে পারফর্ম করছে আমাদের এই সিরিজে সুযোগ রয়েছে। আমরা আমিরকে সব ধরণের সুযোগ দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ভালো দিক হচ্ছে আমরা এই সুযোগটি পেয়েছে ক্রিকেটারদের যাচাই করার জন্য।
'বিশ্বকাপের আগেই আমাদের সেটা করতে হবে। মে মাসের ২৩ তারিখ পর্যন্ত সময় আছে, তাই এর মাঝে আমিরকে সম্পূর্ণ সুযোগ দেয়া হবে দলে নিজের জায়গা করে নেয়ার,' বলেছেন তিনি।
ইংলিশ কন্ডিশনে বল হাতে দুর্দান্ত আমির। ইংল্যান্ডে মাটিতে খেলা ৮ ওয়ানডে ম্যাচে নয় উইকেট তুলে নিয়েছিলেন আমির। যেখানে তাঁর ইকোনমি পাঁচের নিচে। তাই এই সিরিজই আমিরের জন্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার শেষ সুযোগ।
আজ (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের এবং পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওভালে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল।