promotional_ad

ইংল্যান্ডের আগে বাংলাদেশে ১০০ বলের ক্রিকেট, খেলবেন মাহমুদউল্লাহ-আশরাফুলরা

তানভীন তামিম / ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

২০ ঘন্টা আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টকে টেক্কা দিতে চলতি বছর থেকে দ্য হান্ড্রেড নামের ১০০ বলের টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে করোনার মহামারীর কারণে মাঠে গড়ায়নি টুর্নামেন্টের উদ্বোধনী আসরটি। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালে গ্রীষ্মে পর্দা উঠবে টুর্নামেন্টটির।


ইংল্যান্ডের মাটিতে মাঠে গড়ানোর আগেই বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে ১০০ বলের টুর্নামেন্টে। ইংল্যান্ডের দেয়া ধারণা অনুযায়ী ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে ১০০ বলের আসর। যার নামকরণ করা হয়েছে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। যেখানে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ আশরাফুলের মতো জাতীয় দলের তরকা ক্রিকেটাররা।


ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে ৬ দলের এই টুর্নামেন্টটি স্পন্সর করছে ওয়ালটন। দলগুলো হলো, ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ থান্ডার, ময়মনসিংহ সিক্সার্স, ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ঈগলস।


আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে ৫ দিনের এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বের ম্যাচগুলো সম্প্রচার না করলেও দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ২৪ ডিসেম্বর সেমি ফাইনাল আর ২৫ ডিসেম্বর হবে ফাইনাল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।


promotional_ad

মাহমুদউল্লাহ, আশরাফুল ছাড়াও টুর্নামেন্টটিতে খেলতে দেখা যাবে মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, রকিবুল হাসান, আব্দুল মজিদ, নাসির হোসেন, আরাফাত সানি, ইলিয়াস সানি, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনের মতো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পরিচিত ক্রিকেটারদের।


তারা ছাড়াও ছয় দলের হয়ে খেলবেন স্থানীয় ৭৮ ক্রিকেটার। স্থানীয় পর্যায় থেকে ক্রিকেটার বের করে আনতে টুর্নামেন্টটি বড় ভুমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে সব দলের স্কোয়াডও।


৬ দলের চূড়ান্ত স্কোয়াড:


ময়মনসিংহ ঈগলস: মাহমুদউল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি, সালকিন রিফাত সাদ, আবির আকাশ, মুন, তানভির, সাকিব, সিয়াম, রাকিব, তৌফিক, সাজ্জাদ, বিপুল, নাইম, শাওন এবং প্রনয়।


ময়মনসিংহ রাইডার্স: মোসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ হোসেন ইমন, উত্তম কুমার, ফাহিম, রনি, এ কে এস স্বাধীন, ইমন, আসিফ পাঠান, দিগন্ত, আতা, মেহেদী, মুনির, কাইসার, আসিফ এবং সামি।


ময়মনসিংহ সিক্সার্স: নাসির হোসেন, তানজিদ হাসান তামিম/ আজমির আহমেদ, মুনিম শাহরিয়ার, প্রিন্স, সান, ইমু, মাহিন, রনি, সাগর, সিবলু, অজয়, নিঝুম, আনন্দ, হৃদয় এবং অর্ক।


ময়মনসিংহ থান্ডার: শুভাগত হোম চৌধুরী, তৌহিদ হৃদয়, আব্দুল মজিদ, সামি, আশিক, সাকিব, তৌহিদ, টিটু, আফজাল, জিমায়, শাওন, অনিক, নোবেল, কৃষ্ণ এবং অর্ক।


ময়মনসিংহ টাইগার্স: মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, রায়হান আনাস, সিজার, সানি, নাইমুর, সাকিল, লিঙ্কন, মিঠু, রবিন, পাভেল, রুবেল, আতিক, সাকিন এবং রাকিব।


ময়মনসিংহ ওয়ারিয়র্স: আকবর আলী, আরাফাত সানি, মুজাহিদুল ইসলাস, মাজেদ, লিয়ন, বাবু, সাদ, সাগর, রায়হান, আশিক, আরাফাত, আরমান, সঞ্চয়, অয়ন এবং মাহিম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball