১২ দিনের জন্য ছিটকে গেলেন বাবর আজম

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
নিউজিল্যান্ড সফর যেন পাকিস্তানের জন্য ‘অভিশাপ’ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন করোনা সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলকে। তবে করোনামুক্ত হয়ে ইতোমধ্যে অনুশীলনে ফিরেছে ক্রিকেটাররা। অনুশীলনে ফিরতে না ফিরতেই দুঃসংবাদ পেতে হলো তাদেরকে।
অনুশীলন করার সময় ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওই আঙুলে একটি চিড় ধরা পড়েছে বলে জানা গেছে। চোট থেকে সেরে উঠতে আপাতত ১২ দিন তাকে বাইরে থাকতে হবে।
আগামী ১৮ ডিসেম্বরে থেকে শুরু হতে যাচ্ছে দুদল টি-টোয়েন্টি সিরিজ। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়ে শঙ্কা।
এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বলেছে, ‘২৬ ডিসেম??বর ওভালে প্রথম টেস্টে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার আগের এই সময়টায় চিকিৎসকরা তাকে নজরদারিতে রাখবে।’

নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই বিপাকে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। কয়েক দফায় করোনা আক্রান্ত হওয়ার পর করোনা মুক্ত হয়েছে তারা। করোনা নেগেটিভ হওয়ার পর অনুশীলনে ফিরেছে ক্রিকেটাররা। সিরিজ শুরুর আগে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
নিউজিল্যান্ড সফরে যাওয়ার বিমান ধরার দুই সপ্তাহ আগেও সবাই নেগেটিভ ছিলেন। যে কারণে খেলোয়াড়, কোচ এবং অন্যান্য স্টাফ মিলিয়ে ৫৪ সদস্যের বিশাল বহরকে কিউই সফরের অনুমতি দিয়েছিল পাকিস্তান সরকার। যদিও সদস্য সংখ্যা আরও একজন বাড়তে পারত।
কিন্তু করোনা পজিটিভ আসায় ফখর জামানকে রেখেই সফরে যাওয়া বাবরের দল। কিন্তু নিউজিল্যান্ডে পা রাখার পরই বদলে যেতে থাকে দৃশ্যপট।সেখানে পৌঁছার পর থেকেই যেন পাকিস্তান ক্রিকেট দলের ভাগ্যে শনির দশা লেগে রয়েছে। করোনা যেন কিছুতেই পিছু ছাড়ছিল না দলটির।
নিউজিল্যান্ড সফরে এসে প্রথমবারের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন ৬ ক্রিকেটার। এরপর আরও চারজনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছিল নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি সফরে পাকিস্তানের ১০ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। অবশেষে পঞ্চম ও শেষ পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন দলের সঙ্গে থাকা সবাই।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাবরের দল। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে আগামী ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। এরপর দুই টেস্টের প্রথমটি শুরু ২৬ ডিসেম্বর এবং পরেরটি ২০২১ সালের ৩ জানুয়ারি।