promotional_ad

সেইফার্টের ব্যাটে পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

টিম সেইফার্টের হাফ সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো মিচেল স্যান্টনারের দল।


এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান করেছিল পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৭ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছেন স্বাগতিক নিউজিল্যান্ড।


মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ভালো শুরু পায়নি কিউইরা। তারা দলীয় ৮ রানেই অভিজ্ঞ মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। সেইফার্টকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ডেভন কনওয়েও।


promotional_ad

তিন ফেরেন মাত্র ৫ রান করে। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপিসকে নিয়ে একটি বড় জুটি গড়েন সেইফার্ট। এই জুটিতে তারা যোগ করেন ৪৬ রান।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

ফিলিপস ১৮ বলে ২৩ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে মার্ক চ্যাপম্যানকে নিয়ে আরও ৪৫ রান যোগ করে কিউইদের জয়ের পথ সুগম করে দেন সেইফার্ট।


এই কিউই ওপেনার ৪৩ বলে ৫৭ এবং চ্যাপম্যান ২০ বলে ৩৪ করে ফিরে গেলেও নিউজিল্যান্ডকে অনায়াসে জয় এনে দেন জিমি নিশাম (১৫) এবং অধিনায়ক স্যান্টনার (১২)।


পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করেছেন শাহীন আফ্রিদি এবং হারিস রউফ। এই দুজনেই ভাগাভাগি করে কিউইদের ৫ উইকেট নিয়েছেন। আফ্রিদি ২৭ রানে ২ উইকেট এবং হারিস ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রানে টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। সেখান থেকে শাদাব খানের ৪২ এবং ফাহিম আশরাফের ৩১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রানের পুঁজি পায় পাকিস্তান।


নিউজিল্যান্ডের হয়ে অভিষেকেই অসাধারণ বোলিং করলেন জ্যাকব ডাফি। তার বোলিং তোপে মাঝারী ধরণের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।


ডাফি একাই নিয়েছেন ৪টি উইকেট। ৩টি উইকেট নিয়েছেন স্কট কুজ্ঞেলেইন। ১টি করে উইকেট পেয়েছেন ইস সোধি এবং ব্লায়ার টিকনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball