promotional_ad

মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টেও নেই বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

শনির দশা ভর করেছে পাকিস্তানের ওপর। টি-টোয়েন্টি সিরিজের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও খেলতে পারবেন না বাবর আজম। আঙ্গুলের চোট থেকে সেরে না ওঠায় মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে দলটির নেতৃত্বভার সামলাবেন মোহাম্মদ রিজওয়ান।


বাবর ছাড়াও ইমাম উল হককেও সিরিজের প্রথম টেস্টে পাচ্ছে না পাকিস্তান। বাঁহাতি এই ওপেনারও আঙ্গুলের চোটে ভুগছেন। এই পরিস্থিতে ২৪ বছর বয়সী ইমরান বাটকে ১৭ সদস্যের স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।


promotional_ad

২০১৯-২০ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফিতে ব্যাগ ভরে রান করেছিলেন বাট। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন তিনি। ১৭ ইনিংসে ৬২.২৬ গড়ে ৯৩৪ রান এসেছিলো তাঁর ব্যাট থেকে। যেখানে ছিল ৪টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। সঙ্গে ছিল একটি দ্বিশতকও।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই এমন ৯জন ক্রিকেটার আছেন টেস্ট স্কোয়াডে। এরা হলেন আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ। ওপেনিংয়ে আজহার-শান জুটি বাধলেও বাবরের স্থানে কে খেলবেন সেটি নিয়ে ধোঁয়াশা কাটেনি।


মিসবাহ উল হক বলেন, 'আমরা আগেই জানিয়েছিলাম যে বাবরকে দুই সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে। যদিও প্রথম টেস্টটি এর মধ্যে পরছে না। তারপরও কোন নেট সেশন ছাড়া টেস্ট খেলতে নেমে যাওয়া বাবরের জন্য কঠিন হবে।'


'নিয়মিত অধিনায়ক না থাকলেও আমি আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে দলের বাকি খেলোয়াড়রা তাদের সেরাটা দিবে। মাউন্ট ম্যাঙ্গানুইতে যে সুযোগগুলো আসবে তা লুফে নিবে। টি-টোয়েন্টি সিরিজ যেমন হতাশাজনক ভাবে কেটেছে তা পেছনে ফেলেই সামনে আগাবে', আরও যোগ করেন পাকিস্তানের এই প্রধান কোচ।

সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে এখন হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে আছে পাকিস্তান। ২২ ডিসেম্বর নেপিয়ারে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে শাদাব খানের দল। এই সিরিজের পরই সাদা পোশাকে লড়বে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।


প্রথম টেস্টের জন্য পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আবিদ আলী, আজাহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান , ইয়াসির শাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball