উইলিয়ামসন-টেলরের ব্যাটে প্রথম দিন নিউজিল্যান্ডের

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
ক্যাচ মিসই কাল হয়ে দাঁড়ালো পাকিস্তানের। সিরিজের প্রথম টেস্টের সকালটা দারুণভাবে শুরু করেছিল পাকিস্তানের পেসাররা। তবে দুইবার কেন উইলিয়ামসনের ক্যাচ ছেড়ে দিয়ে দিনের শেষটা নিজেদের করে নিতে পারেনি তারা। সেই সঙ্গে শেষ বিকেলে উইকেট শূন্য ছিল পাকিস্তান।
প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২২২ রান করেছে স্বাগতিকরা। ৭০ রান করে টেলর ফিরে গেলেও ২৪৩ বলে ৯৪ রান করে অপরাজিত আছেন অধিনায়ক উইলিয়ামসন। যদিও তিনি মাত্র ১৮ রানেই ফিরে যেতে পারতেন। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে তাঁর ক্যাচ ছেড়ে দেন শান মাসুদ।

জীবন পেয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর আরও একবার তাকে ফেরানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান। তবে সেটাও তালুবন্দি করতে পারেননি। শেষ বিকেলে ৮১তম ওভারের পঞ্চম বলে আবারও উইলিয়ামসনের ক্যাচ ছাড়েন স্লিপে দাঁড়িয়ে থাকা হারিস সোহল। দুইবার সুযোগ পেয়ে আরও একবার সেঞ্চুরি করার অপেক্ষায় তিনি।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। ৪ রান করে টম লাথাম ফিরে যাওয়ার পর ৫ রান করে ফিরে গেছেন টম ব্লান্ডেলও। এরপর অবশ্য দলের হাল ধরেন তিনে নামা উইলিয়ামসন এবং চারে নামা টেলর। তাদের অনবদ্য জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে কিউইরা।
১৫১ বলে ৭০ রান করে টেলর ফিরে গেলে ভাঙে তাদের দুজনের ১২০ রানের জুটি। ৭০ রান করতে ১০টি চার এবং ১টি ছক্কা মেরেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর নিকোলসকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা শেষ করেন উইলিয়ামসন। ৪২ রানে অপরাজিত আছেন নিকোলস।
এই দুইজনের জুটি থেকে এসেছে ৮৯ রান। ২২২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তারা দুজন। পাকিস্তানের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর:
প্রথম দিন শেষে নিউজিল্যান্ড: ২২২/৩ (ওভার ৮৭) (উইলিয়ামসন ৯৪*, টেলর ৭০, নিকোলস ৪২*, শাহিন শাহ আফ্রিদি ৩/৫৫)