promotional_ad

সাউদি এখন ৩০০ উইকেটের মালিক

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন টিম সাউদি। দেখতে দেখতে সেটি পেরিয়ে গেছে প্রায় এক যুগ। অভিষেকে বাজিমাৎ করা সাউদি এবার পৌঁছালেন ৩০০ উইকেটের মাইলফলকে। নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় বোলার হিসেবে এমন কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার।


পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে এই মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ এই পেসার। ২৯৬ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে দুই উইকেট নিলে সেটা পৌঁছায় ২৯৮তে। নতুন মাইলফক ছুঁতে সাউদির তখন প্রয়োজন ছিল মাত্র আর দুইটি উইকেট।


promotional_ad

তৃতীয় দিন সফরকারীদের দ্বিতীয় ইনিংসে শান মাসুদকে সাজঘরে ফিরিয়ে মাইলফলকের আরও কাছে চলে যান তিনি। তবে ৩০০ উইকেটে পৌঁছানোর অপেক্ষা বাড়ে ২৯৯ উইকেট থাকা অবস্থায় তৃতীয় দিনের খেলা শেষ হওয়ায়। তবে চতুর্থদিনে হারিস সোহেলকে ফিরিয়ে এই রেকর্ড এই স্পর্শ করেছেন তিনি।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

কিউদের পক্ষে দ্বিতীয় পেসার হিসেবে এমন রেকর্ড গড়তে ৩২ বছর বয়সি এই পেসারের লেগেছে ৭৬ ম্যাচ। এর আগে নিউজিল্যান্ডের জার্সিতে প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়েছিলেন স্যার রিচার্ড হ্যাডলি। ৮৬ টেস্টে ৪৩১ উইকেট বিশ্বের সেরা পেসারদের তালিকার একজন তিনি।


নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ড্যানিয়েল ভেটরি। ১১২ টেস্টে ৩৬১ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। ১৯৬৪ সালে টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৩০০ উইকেট নিয়েছিলেন ইংলিশ পেসার ফ্রেড ট্রুম্যান। যেখানে সাউদি ৩৪তম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball