ভুল থেকেই শিখছেন নাসিম
.jpeg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
সবুজ উইকেট পেস বোলারদের জন্য স্বর্গরাজ্য। কিন্তু ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন পিচ পেয়েও উইকেটের জন্য মাথা ঠুকরে ব্যর্থ হয়েছেন পাকিস্তানি তরুণ পেসার নাসিম শাহ। তাঁর দলও কিউইদের রান পাহাড়ে চাপা পড়েছে। ভুলে যাওয়ার মত পারফরম্যান্স থেকেই অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন নাসিম।
নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো ইনিংসে ২৬ ওভার হাত ঘুরিয়েছেন ১৭ বছর বয়সী এই তরুণ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দুই হাত ভরে ১৪১ রান বিলিয়েছেন তিনি। পুরো ইনিংস জুড়ে মাথা কুটেও উইকেটের খাতায় নাম তুলতে পারেননি নাসিম।
পেসারদের স্বর্গরাজ্যে এমন মলিন পারফরম্যান্সের পর নিজের ভুলগুলো ধরতে পারছেন এই তরুণ তুর্কী। নিজের করা ভুলগুলো থেকে অনেক কিছু শিখছেন বলেও জানান এই বোলার। টেস্ট ক্রিকেট কে কঠিন মেনে সেখানের ধারাবাহিকতার গুরুত্বও অনুধাবন করেছেন তিনি।

দিনের খেলা শেষে নাসিম বলেন, 'একজন পেসার হিসেবে আমি উইকেটের কোন দোষ দিতে পারব না। কারণ উইকেটে দারুণ সুইং ও বাউন্স ছিলো। আমার বোলিং নিয়ে আমি উদ্বিগ্ন হলেও আমার করা ভুলগুলো থেকে নতুন ভাবে অনেক কিছু শিখছি।'
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
'টেস্ট ক্রিকেট কঠিন একটি ফরম্যাট। কারণ আপনাকে ধারাবাহিকভাবে একই জায়গায় বোলিং করতে হয়। আর নিউজিল্যান্ডের বিশ্বমানের খেলোয়ারদের বিপক্ষে ভুল করার সুযোগ নেই,' তিনি আরো যোগ করেন।
পুরো ইনিংসে ৯টি নো বলের সঙ্গে ২টি বিশাল ওয়াইড বলও করেছেন এই গতিতারকা। এই তরুণের করা নো বলের কল্যাণে সাত নাম্বারে নামা ড্যারেল মিচেল ক্যাচ আউট হয়েও বেঁচে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকেই প্যাভিলিয়নে ফিরেছেন। এমন ভুলগুলোর পুনরাবৃত্তি চান না এই নাসিম।
তিনি আরো যোগ করেন,'অনেকগুলো নো বল করলে আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। আমি ও শাহিন দুইজনই নো বলে উইকেট পেয়েছিলাম যা পরবর্তীতে অনেক ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। আমি অতিরিক্ত ভালো করার প্রচেষ্টা চালাচ্ছিলাম যার কারণে নো বল হচ্ছিলো। আমি আমার বোলিং রান আপ নিয়ে কাজ করবো যেন পরবর্তীতে এমন কিছু না হয়।'
পাকিস্তানি ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ার সঙ্গে অতিরিক্ত রান দেয়ার মিছিলে যোগ দিয়েছিলেন পাকিস্তানি বোলাররা। পুরো ইনিংসে নাসিমরা অতিরিক্ত খাতে ৬৪ রান বিলিয়েছেন।