promotional_ad

সাকিব-তামিমদের দায়িত্ব নিতে ঢাকায় লুইস

তানভীন তামিম / ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

২০ ঘন্টা আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

ব্যাটিং কোচের দায়িত্ব নিতে বাংলাদেশে পৌঁছেছেন জন লুইস। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকায় পা রাখেন এই ইংলিশ কোচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দায়িত্ব বুঝে নেবেন তিনি। ঢাকায় পা রেখে আপাতত কোয়ারেন্টাইনের জন্য হোটেলে রয়েছেন তিনি।


দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটিং কোচ না থাকায় অনুশীলনের শুরু থেকেই তাকে পেতে মুখিয়ে থাকবেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। যদিও সিরিজ শুরুর আগে লুইসকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কোয়ারেন্টাইন জটিলতায় প্রথম ওয়ানডের (২০ জানুয়ারি) আগে তাঁকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।


promotional_ad

বাংলাদেশে অন্যান্য বিদেশি কোচরা ঢাকায় ফিরে করোনা নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে ঢাকায় এসে সেটার জন্য অপেক্ষা করতে হবে লুইসকে। করোনাপ্রবণ ইংল্যান্ড থেকে ঢাকায় আসার কথা রয়েছে তাঁর।


যে কারণে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকতে হবে এই ইংলিশ কোচকে। করোনা নেগেটিভ হলেও ১৪ দিনের আগে তাঁকে দলের সঙ্গে যোগ দেয়ার অনুমতি দেয়নি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। যদিও অনুমতির আশায় তারা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের শরণাপন্ন হয়েছেন বলে জানা গেছে।


গত বছরের আগস্টে পারিবারিক কারণে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নিল ম্যাকেঞ্জি। তিনি সরে যাওয়ার পর শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


যদিও তিনি দায়িত্ব বুঝে নেওয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছিলেন। বাবার মৃত্যুর কারণ দেখিয়ে আর বাংলাদেশেই আসেননি কিউইদের সাবেক এই ব্যাটিং কোচ। তারপর থেকেই ব্যাটিং কোচ বিহীন হয়ে পড়ে টাইগার বাহিনী। এবার লুইসকে নিয়োগ দিয়ে সেই শূন্যতা পূরণ করেছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball