আম্পায়ারদের ‘আমি জানি না’ কল চান কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
১৬ ঘন্টা আগে
সময়ের পরিক্রমায় প্রযুক্তির উন্নতি ঘটলেও ক্রিকেটে বিতর্ক পিছু ছাড়েনি। প্রতিটি সিরিজেই কোনো না কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ‘আম্পায়ার্স কল’ নিয়ে সমালোচনা হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচেও একই কাণ্ড ঘটেছে। সূর্যুকমার যাদবের ক্যাচ আউটের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে আম্পায়ার্স কল।
সূর্যকুমারকে বিতর্কিতভাবে আউট দেয়ায় সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। আম্পায়ারের এমন সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। সেই সঙ্গে আম্পায়াররা যেন ‘আমি জানি না’ বলতে পারেন এমন একটি কলের প্রস্তাব করেছেন।

ঘটনাটি ঘটে, ভারতের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারের সময়। ওই ওভারে স্যাম কারানের দ্বিতীয় বলে ডিপে তুলে মারেন সূর্যকুমার। ডিপ থেকে দৌঁড়ে এসে ডিপ স্কোয়ার লেগে বলটি তালুবন্দি করেন ডেভিড মালান। ইংল্যান্ডের ফিল্ডাররা যখন উদযাপন করতে ব্যস্ত তখন অনিশ্চয়তা থাকলেও সফট সিগনাল হিসেবে আউট দেন অন-ফিল্ড আম্পায়ার।
বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি
১৭ মে ২৫
তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত বিবেচনার জন্য পাঠানো হলে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি মালানের তালুবন্দি হওয়ার আগে মাটিতে স্পর্শ করেছিল। তারপরও সূর্যকুমারকে আউট দেন তৃতীয় আম্পায়ার। ফলে ৩১ বলে ৫৭ রান করে বিতর্কিত এক ক্যাচ আউটে ফেরেন তিনি।
আম্পায়ারের এমন সিদ্ধান্ত নিয়ে পোস্ট ম্যাচ কনফারেন্সে কোহলি বলেন, ‘টেস্ট সিরিজে একটা ব্যাপার ছিল যে জিঙ্ক (আজিঙ্কা রাহানে) যখন ক্যাচটি ধরে তখন সে নিশ্চিত ছিল না। যখন মাঝামাঝি কিছু থাকে তখন সফট সিগনাল গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আমি জানি না কেন আম্পায়ারদের জন্য ‘আমি জানি না’ কল থাকতে পারে না।’
এ ছাড়া ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছে। যেমনটা হয়ে থাকে ডিআরএসের ক্ষেত্রেও। এটা বন্ধ হওয়া দরকার। নয়তো এই ধরনের সিদ্ধান্ত বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, কাল অন্য দলও এই সমস্যার সম্মুখীন হতে পারে। এই ধরনের ম্যাচে আমরা আরও বেশি স্বচ্ছতা আশা করি।’
চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে জিতে সমতায় ফিরেছে কোহলির দল। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।