সুযোগ থাকলে ৭ টেস্টেই খেলতেন ব্রড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
জুনের প্রথম সপ্তাহে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর আগস্টে ভারতের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুযার্ট ব্রড জানিয়েছেন, সুযোগ থাকলে সাত টেস্টেই খেলতেন তিনি।
বয়স ৩৪ পেরিয়ে গেলেও এখনও বলের ধার একটু কমেনি ব্রডের। ইংল্যান্ডের সর্বকালের সেরা পেসারদের একজন ব্রড। আর তাঁর সঙ্গী জেমস অ্যান্ডারসনও রয়েছেন পেসারদের এলিট প্যানেলের তালিকায়। তবে গেলে কয়েক সিরিজ থেকে এই দুজনকে বিশ্রাম দিয়ে খেলাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
যদিও ব্রড মনে করছেন, অন্য ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হলেও তাকে বাদ দেয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে। এটির সঙ্গে ইসিবির সাবেক নির্বাচক এড স্মিথের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কথাও জানিয়েছেন। চাইলে যে সব টেস্টে খেলা সম্ভব নয় সেটাও বিশ্বাস করেন অভিজ্ঞ এই পেসার।

এ প্রসঙ্গে ব্রড বলেন, ‘আমি প্রতিটা টেস্ট খেলতে চাই, এটা কি বাস্তবসম্মত? না, তবে আপনার যদি যোগাযোগ ভালো থাকে তাহলে আপনি কারণগুলো বুঝতে পারবেন না। যদি আমার সুযোগ থাকতো তাহলে আমি সাতটি টেস্টই খেলতে চাইতাম। সাদা বলের ক্রিকেট না খেলার কারণে আমি ফিট থাকি এবং টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত থাকি। যখন প্রয়োজন হয় তখনই আমি সতেজ থাকি।’
বেনেটের সেঞ্চুরি, তবুও ইনিংস ব্যবধানে হারের পথে জিম্বাবুয়ে
১ ঘন্টা আগে
ইসিবির সাবেক নির্বাচক স্মিথের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছেন ব্রড। যেখানে ডানহাতি এই পেসার উল্লেখ করেছেন যে, অন্যদের যেভাবে দেখা হতো ব্রডকে সেভাবে দেখতেন না স্মিথ। যে কারণে স্মিথের বেশ কিছু সিদ্ধান্ত ভুল প্রমাণের চেষ্টা করে চলেছিলেন ৩৪ বছর বয়সি এই পেসার।
ব্রড বলেন, ‘প্রচুর লোকের এমন বস আছে যারা কিনা তাদের তুলনায় অন্য লোকদের তেমন কিছু মনে করে না এবং আমি মনে করি তিনিও আমার ক্ষেত্রে এমন ছিলেন। তিনি সম্ভবত আমাকে অন্যদের তুলনায় এতটা রেট করেননি।’
তিনি আরও বলেন, ‘এটা ঠিক আছে তবে আমি কিছু বাছাইয়ের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চেষ্টা করে চলেছি ... আমার দৃষ্টিকোণ থেকে আমরা যোগাযোগের দিক থেকে কিছুটা লড়াই করেছি এবং সম্ভবত ক্রিকেটের খেলাটি কিছুটা অন্যভাবে দেখেছি।’
অন্য ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হলেও তাঁর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতো না দাবি করে ব্রড বলেন, ‘বিশ্রাম নেয়া এবং বাদ দেয়ার মাঝে পার্থক্য রয়েছে। আমার মনে হয় আমি বাদ পড়ার ক্যাটাগরিতে ছিলাম এবং অন্যরা বিশ্রাম নিয়েছে।’