কুককে ছুঁলেন অ্যান্ডারসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেনেটের সেঞ্চুরি, তবুও ইনিংস ব্যবধানে হারের পথে জিম্বাবুয়ে
১৮ মিনিট আগে
ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি এতোদিন দখলে ছিল অ্যালিস্টার কুকের। এবার ইংল্যান্ডের এই সাবেক অধিনায়কের রেকর্ডে ভাগ বসিয়েছেন জেমস অ্যান্ডারসন।
বুধবার লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেই ইতিহাসের অংশ হয়ে গেছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত সমান ১৬১ ম্যাচে খেলেছেন কুক ও অ্যান্ডারসন।
আর মাত্র একটি টেস্ট খেললেই সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার স্বাদ পাবেন অ্যান্ডারসন। এই তালিকার দুই নম্বরে রয়েছেন অ্যান্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড।

এই ইংলিশ পেসার এখন পর্যন্ত খেলেছেন ১৪৭টি টেস্ট ম্যাচ। ২০০৩ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের।
৩৪ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ
২৭ জানুয়ারি ২৫
এরপর ধারাবাহিক পারফরম্যান্স করে টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন তিনি। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেটের স্বাদ পেয়েছিলেন তিনি।
সেই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৯২ রানের ব্যবধানে। এরপর অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে ১৫০টিরও বেশি টেস্ট খেলা প্রথম পেসার তিনি।
অ্যান্ডারসনের দখলে রয়েছে ৬১৪টি উইকেটে। সাদা পোশাকে তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো ইংলিশ বোলার। এ ছাড়া টেস্ট বিশ্বের আর কোনো পেসারের নেই ৬০০ উইকেটও।