promotional_ad

স্যাম কারানকে গড়ে দিয়েছে আইপিএল: থর্প

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশে খেললেও বেনের চোখ আছে ভারত-পাকিস্তানে

২৬ এপ্রিল ২৫
সংবাদ সম্মেলনে বেন কারান, ক্রিকফ্রেঞ্জি

ধীরে ধীরে ইংল্যান্ড ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছেন স্যাম কারান। পেস বোলিং এই অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। ফলে গ্রাহাম থর্মের প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই (আইপিএল) স্যামকে তৈরি করে করে দিয়েছে বলে মনে করছেন থর্প।


স্যাম ২০২১ আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মাঝপথে স্থগিত হয়ে যাওয়া এ্‌ই টুর্নামেন্টেও অসাধারণ পারফর্ম করতে দেখা গেছে তাকে। অনেক প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ম্যাচেও তিনি স্নায়ুচাপ রক্ষা করে দলের জয় ছিনিয়ে এনেছিলেন। যা অব্যাহত রয়েছে শ্রীলঙ্কা সিরিজেও।


সফরকারীদের বিপক্ষে ৪৮ রানে ৫ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। এ ছাড়া লোয়ার অর্ডারে ব্যাট হাতেও ক্যামিও ইনিংস খেলতে বেশ পারদর্শী তিনি। এ কারণেই থর্প মনে করছেন আইপিএলে চাপ সামলে খেলাই স্যামকে ক্রিকেটার হিসেবে গড়ে দিয়েছে।


promotional_ad

তিনি বলেন, 'আমি মনে করি এটি তাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে। প্রতিটি পরিবেশে মানিয়ে নেয়ার ক্ষমতা স্যামের মধ্যে ঢুকে পড়েছে। প্রতিযোগিতা করার দক্ষতা এবং ভালো পারফরম্যান্স করার সামর্থ্যে যে তার মধ্যে রয়েছে তা সে দেখিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে, আইপিএলে খেলা তাকে চাপের মধ্যে ফেলেছে এবং তাকে তৈরি করে দিয়েছে।'


এতদিন ইংল্যান্ড দলে টি-টোয়েন্টি ক্রিকেটই বেশি কেলেছেন স্যাম। তবে পারফর্ম করে ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন তিনি। তাই তাকে টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রস্তুত থাকতে বললেন থর্প। সঙ্গে জানালেন বেন স্টোকের মতো ক্রিকেটারের সঙ্গে প্রতিযোগিতা করে দলে থাকাতে হলে ফিটনেস কতোটা গুরুত্বপূর্ণ।


'সে টি-টোয়েন্টি ক্রিকেটে সত্যিই বেশ উন্নতি করেছে, তবে আমি মনে করি নিজেকে ৫০ ওভারের খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা করাও গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেটের জন্যও তাকে প্রস্তুত থাকতে হবে। আপনারা জানেন যে, বেন স্টোকসের মতো কারও সাথে প্রতিযোগিতা করার জন্য প্রয়োজনীয় পরিশ্রম ও ফিটনেস খুবই প্রয়োজন।'


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball