promotional_ad

নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মতো করো না, অস্ট্রেলিয়াকে রমিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

২৭ ফেব্রুয়ারি ২৫
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

আগামী বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সেই সফরে বাবর আজমের দলের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে অজিরা। নিরাপত্তাজনিত ইস্যুতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ বাতিল করায় শঙ্কা রয়েছে অস্ট্রেলিয়া দলের সফর নিয়ে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করবে না বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।


বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার বড় ভূমিকা থাকায় পাকিস্তানের ক্রিকেটের প্রতি দায়িত্বশীল আচরণ দেখানোর এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি। কেবল তখনই অস্ট্রেলিয়ার কাছ থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলে উল্লেখ করেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে রমিজ বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়াকে দায়িত্বশীল হওয়া দরকার, এটি আসলে ততটাই সহজ। যেমন এটি ক্রিকেটের প্রতি বিষয়টি দায়িত্বশীল আচরণ দেখানোর মতো। ক্রিকেটের এমন বিষয়ে অস্ট্রেলিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। পাকিস্তানের জন্য অস্ট্রেলিয়া কী কাজে লাগবে, যদি তারা নিউজিল্যান্ডের মতো কাজ করে? অথবা তারা যদি ইংল্যান্ডের সফর প্রত্যাহার করতে দেখে এবং এমন পরিস্থিতিতে ইংল্যান্ডকে আহ্বান জানায়?।’


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগে দাপিয়ে বেড়ান উসমান খাওয়াজা, ক্রিস লিন, জেমস ফকনারের মতো বেশ কয়েকজন অজি তারকা। সেই অর্থে পুরো অস্ট্রেলিয়া দলের জন্য পাকিস্তান পুরোপুরি নিরাপদ বলে দাবি করেন রমিজ। তাই অস্ট্রেলিয়াকে নির্দিষ্ট সময়ে পাকিস্তান সফরের আহবান জানান তিনি।


রমিজ আরো বলেন, ‘আমি আশা করি আমরা অস্ট্রেলিয়াকে বোঝাতে সক্ষম হব যে পাকিস্তান নিরাপদ। যদি পিএসএলে অস্ট্রেলিয়ানদের জন্য পাকিস্তান নিরাপদ হয়, তাহলে কেন এটি পুরো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য নিরাপদ হতে পারে না?।’


এশিয়া অঞ্চলে সিরিজ খেলতে আসার আগে পশ্চিমা দেশগুলো অতিরিক্ত শর্ত চাপিয়ে দেয় উল্লেখ করে পিসিবি প্রেডিডেন্ট বলেন, ‘আমরা যখন তাদের এখানে আমন্ত্রণ জানাই তখন আমরা নিজেদের সেরা নিরাপত্তা দেই। তবুও আমরা অন্যান্য বিষয়ের সঙ্গে উদ্বিগ্ন যে এশিয়া ভ্রমণের জন্য তারা চায় আমাদের একেবারে ২০০০ শতাংশ উপযুক্ত হতে হবে, যা আসলে ঠিক নয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball