অ্যাগারকে প্রাণনাশের হুমকি, ঝুঁকি দেখছে না অস্ট্রেলিয়া-পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট
২১ ঘন্টা আগে
পাকিস্তান সফরে থাকা অবস্থায় প্রাণনাশের হুমকি পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার। এমন হুমকির পর বিষয়টি তদন্ত করছে দুই দেশের ক্রিকেট বোর্ড এবং সরকারী নিরাপত্তা সংস্থাগুলো। এদিকে অ্যাগারকে দেয়া হুমকিতে ঝুঁকি দেখছে না দুই দেশের ক্রিকেট বোর্ড।
১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। দুই যুগ পর পাকিস্তানে পা রাখা অস্ট্রেলিয়া দলের সঙ্গে রয়েছেন অ্যাগার। এমন অবস্থায় পাকিস্তান সফর নিয়ে সতর্ক করে অ্যাগারকে মৃত্যুর হুমকি দিয়ে তার সঙ্গীর ইনস্টাগ্রামে বার্তা পাঠানো হয়েছে।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমের এমন হুমকিতে বিবৃত হচ্ছে না দুই দেশের ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে এমন হুমকিতে ঝুঁকির কিছু দেখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে দুই দেশের ক্রিকেট বোর্ড বলেছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া অবগত। এর ধরন ও বিষয়বস্তু পিসিবি, সিএ ও সম্মিলিত সরকারী নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত করেছে৷’
‘সেখানে ব্যাপক নিরাপত্তা রয়েছে৷ এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপ ঝুঁকি হিসেবে বিবেচিত হয় না৷ বিষয়টি নিয়ে এই সময়ে আর কোনো মন্তব্য করা হবে না।’
পাকিস্তান সফরে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড দলকেও এমন হুমকি দেয়া হয়েছিল। হুমকি দেয়ার পর সিরিজ না খেলেই দেশে ফিরেছিল টম লাথামের দল। পরবর্তীতে অবশ্য দেখা যায়, এটি ভূয়া হুমকি ছিল।