দ্বিতীয় টেস্টের আগেই পাকিস্তান দলের সঙ্গে যোগ দিচ্ছেন টেইট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১ ঘন্টা আগে
কদিন আগেই জানা গেছে পাকিস্তান দলের পেস বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন শন টেইট। তার সঙ্গে এক বছরের চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মার্চ তিনি করাচিতে পৌঁছাবেন। এরপর তিন দিনের কোয়ারেন্টাইন শেষে তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

পাকিস্তান দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই অস্ট্রেলিয়ান পেস বোলিং কোচ।
ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট
২১ ঘন্টা আগে
মূলত বাবার মৃত্যুর কারণে সিরিজের শুরু থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে পারেননি টেইট। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইউসুফ।
আর প্রধান কোচ হিসেবে আছেন সাকলাইন মুস্তাক। তাদের তত্ত্বাবধানে বেশ করাচি টেস্টে বেশ ভালোই শুরু করেছে বাবর আজমের দল। প্রথম ইনিংসে ৪৭৬ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।