পরের দুই-তিন টেস্টে কোহলি সেঞ্চুরি করবে: রশিদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
২৪ মে ২৫
সেঞ্চুরি হাঁকানোটা একসময় অভ্যাসে পরিণত হয়েছিল কোহলির। অথচ গত দুই বছরের অধিক সময় ধরে তার ব্যাটে সেঞ্চুরি খরা। কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে, বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে।
সেটাও অবশ্য ২০১৯ সালের নভেম্বরে। সময়ের হিসেবে তা ২৭ মাস! এর মাঝে ব্যাট হাতে হাফ সেঞ্চুরির ঘাটতি না থাকলেও ছুঁয়ে দেখা হয়নি তিন অঙ্কের ম্যাজিক ফিগার। তবে রশিদ লতিফ জানিয়েছেন, পরের দুই-তিন ম্যাচের মধ্যেই সেঞ্চুরি করবেন ভারতের সাবেক অধিনায়ক।

নিজের ইউটিউব চ্যানেলে রশিদ বলেন, ‘তার (কোহলির) রান করার সময় এসেছে। খারাপ সময় অনেক দিন চলে গেছে। এখানে সে দারুণ সুযোগ পেয়েছে। লোকে তার সেঞ্চুরি নিয়ে খুবই উদ্বিগ্ন, তবে আমি মনে করি এই টেস্টে বা পরের দুই-তিন ম্যাচে কোহলি সেঞ্চুরি করবে।’
‘টাকার জন্য ওয়াসিম-ওয়াকাররা সব করতে পারে’, দাবি রশিদের
৮ মার্চ ২৫
ক্রিকেটাররা ফর্মে থাকলে তখন তারা ডাটা নিয়ে ভাবে না। কোহলি নিজের সেরা ছন্দের সময়ে এমনটা না করলেও এখন ডাটা বিশ্লেষকের কাছে যাওয়ার সময় এসেছে বলে মনে করেন রশিদ। ওপেন স্ট্যান্সে বাইরের বলগুলো তাড়া করতে গিয়ে বারবার বিপাকে পড়তে হচ্ছে কোহলি বলে মনে করেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার। যা নিয়ে প্রতিপক্ষরা বিশ্লেষণ করে কোহলিকে ফাঁদে ফেলছে বলে মনে করেন তিনি।
রশিদ বলেন, ‘কিছু খেলোয়াড় যখন ভালো ফর্মে থাকে তখন তারা ডাটাতে বিশ্বাস করে না। তার (কোহলি) জন্য সময় এসেছে ডাটা বিশ্লেষকের কাছে যাওয়ার। সমস্যা হলো সে ওপেন স্ট্যান্সে বাইরের ডেলিভারি তাড়া করছে। প্রতিপক্ষ তার দূর্বলতা নিয়ে কাজ করছে।’
‘সে যে পরিমাণ ডট বল খেলছে সেটার সংখ্যা কমাতে হবে। তাকে আরও আক্রমণাত্বক হতে হবে। তকে প্রাথমিক অবস্থায় আরও দ্রুত হতে হবে। ওপেন স্ট্যান্সে সে তার বল থেকে দূরে রয়েছে। দেরি করা ভালো কিন্তু বেশি দেরি করা বিপদজনক।’