অস্ট্রেলিয়া সিরিজের ভেন্যু বদলে দিলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট
২১ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় রাওয়ালপিন্ডি থেকে লাহোরে সীমিত ওভারের ম্যাচগুলো স্থানান্তর করা হয়েছে।
আগে থেকেই গুঞ্জন থাকলেও ১৯ মার্চ সকালে এমন সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিদ্ধান্ত নিতে সহায়তা করায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) ধন্যবাদ জানিয়েছে তারা।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুস্থিত হবে আগামী ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল। সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ এপ্রিল।
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১ ঘন্টা আগে
ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় বেলা তিনটায়। অর্থাৎ তিনটি ম্যাচই হবে দিবারাত্রির। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় ৮.৩০ মিনিটে।
২৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের মাটিতে এই সফরে এখন পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ খেলেছে তারা। তবে দুটো টেস্ট ম্যাচই ড্র হয়েছে। সিরিজের অবশিষ্ট টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ।
পাকিস্তান ওয়ানডে দল- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম (জুনিয়র), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।
পাকিস্তান টি-টোয়েন্টি দল- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম (জুনিয়র), শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।