পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন রিচার্ডসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট||
ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট
২১ ঘন্টা আগে
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন কেন রিচার্ডসন। হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে খেলা হচ্ছে না এই পেসারের। তার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস।
যদিও রিচার্ডসনের ইনজুরি গুরুতর কিছু নয় , তবে এই মুহূর্তে তাকে বিশ্রাম দেয়াটাই শ্রেয় মনে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান তিনটি ওয়ানডে খেলবে আগামী ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল।

সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ এপ্রিল। অর্থাৎ, আট দিনের মধ্যে চারটি ম্যাচ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। মূলত এমন ব্যস্ত সূচির কারণেই রিচার্ডসনকে বিশ্রাম দিয়েছে সিএ।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, 'যদিও তার এই ইনজুরি গুরুতর কিছু নয়। তবে পাকিস্তানে আমাদের আট দিনের মধ্যে চার ম্যাচ খেলতে হবে। এই মুহূর্তে রিচার্ডসনের বিশ্রাম করাটাই শ্রেয়।'
রিচার্ডসনের বদলি হিসেবে সুযোগ পাওয়া ডোয়ারসুইসের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। ২০১৭-১৮ মৌসুমে একটি সিরিজে দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি তার। যদিও আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলা এই পেসারের।
এদিকে এই সিরিজে বিশ্রামে থাকছেন অস্ট্রেলিয়ার নিয়মিত ফাস্ট বোলাররা। প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড এই সময়ে আইপিএলে খেলবেন। মিচেল স্টার্ক টানা ক্রিকেটের ক্লান্তির জন্য বিশ্রাম নেবেন।
ডোয়ারসুইস ছাড়া সীমিত ওভারের ম্যাচগুলোতে অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণে থাকবেন জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট ও নাথান ইলিস। পেস বোলিংয়ে তাদের সঙ্গে থাকছেন তিন অলরাউন্ডার মার্কাস স্টইনিস, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন।