promotional_ad

মে-জুনে পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা নারী দল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা

২০ মে ২৫
৩ বছর ধরে জাতীয় দলের বাইরে রুমানা আহমেদ, ফাইল ফটো

দীর্ঘদিন পর ঘরের মাঠে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান নারী দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মে-জুনে পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা নারী দল।


ঘরের মাঠে বরাবরই বাড়তি সুবিধা পায় স্বাগতিক দল। চেনা কন্ডিশন এবং নিজেদের শক্তিমত্তা অনুযায়ী উইকেট পায় স্বাগতিকরা। তাইতো এই সিরিজকে ঘিরে বাড়তি প্রত্যাশা বিসমা মারুফের। এই সিরিজকে নিজেদের ক্রিকেটের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন পাকিস্তান নারী দলের অধিনায়ক।


promotional_ad

বিসমা বলেন, 'দেশের মাটিতে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে পারা আমাদের জন্য একটি বড় সুযোগ। শ্রীলঙ্কাকে স্বাগত জানাতে আমরা অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে, দলের সবাই তাদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করবে। পাকিস্তান ক্রিকেট ভক্তরা আমাদের সবসময়  সমর্থন দিয়েছে, এবার তারা আরও ভাল এবং ধারাবাহিক ফলাফল দেখতে পাবে।'


আগামী ১৯ মে দুই দলের ক্রিকেটাররা করাচি পৌঁছাবে। এরপর ২৪ মে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ মে এবং ২৮ মে।


টি-টোয়েন্টি সিরিজ শেষ তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন। এর একদিন বিরতির পর ২ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। আর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মে।


টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুই সিরিজেরই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে। দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপেরও অংশ। তাই এই সিরিজ নিয়ে বাড়তি সতর্ক দুই দলই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball