বাটলারের মারকুটে ব্যাটিংয়ের সংস্কৃতি পাকিস্তানেও চান মুস্তাক আহমেদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন জস বাটলার। এই ইংলিশ ওপেনারের এমন বদলে যাওয়ার কারিগর হচ্ছেন মুস্তাক আহমেদ। পাকিস্তান স্পিন গ্রেট নিজ দেশেও এমন সংস্কৃতি নিয়ে আসতে চান।
কদিন আগে বাটলার তার ব্যাটিংয়ে এমন দুর্দান্ত ফর্মের জন্য পাকিস্তানের এই স্পিন কিংবদন্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। শিষ্যের এমন মন্তব্যের পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন মুস্তাক। তিনি জানিয়েছেন, কোচ হিসেবে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা বিলিয়ে দেয়াই তার কাজ।

মুস্তাক বলেছেন, 'কোচের কাজ হচ্ছে নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা খেলোয়াড়দের সঙ্গে শেয়ার করা। বাকিটুকু নির্ভর করে খেলোয়াড়দের ওপর। পাকিস্তান দলেও এমন সংস্কৃতি নিয়ে আসার চেষ্টা করতেছি।'
বশিরের ঘূর্ণিতে চার দিনের ম্যাচ তিন দিনেই জিতল ইংল্যান্ড
১০ ঘন্টা আগে
২০০৮ সালে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মুস্তাককে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়। ২০১৪ পর্যন্ত স্পিন কোচের দায়িত্ব পালন করেছিলেন পাকিস্তানি এই স্পিন গ্রেট। সাবেক পাকিস্তানি লেগ স্পিনার পিটার মুরসের সহকারী হিসেবে কাজ করেছিলেন।
৬ বছরের কোচিং ক্যারিয়ারে অনেক ঘনিষ্ঠভাবে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন মুস্তাক। মূলত স্পিন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকলেও ব্যাটারদেরও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তার পরামর্শে বাটলার-মঈন আলীরা নিজের সেরা ফর্মও খুঁজে পেয়েছেন।
বাটলারকে ধন্যবাদ জানিয়ে মুস্তাক বলেন, 'আমি ইংল্যান্ড দলের সঙ্গে ৬ বছর কাজ করেছি। টেকনিকাল কাজ আমরা যা করেছি তা সবারই জানা। এটা খুব ভালো লাগে যে আপনি কারও সঙ্গে কাজ করলে সবাই যখন তা মনে রাখে। আমি বাটলারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাকেও ধন্যবাদ জানিয়েছি।'