‘রমিজ দায়িত্ব হারালে পাকিস্তানের ক্রিকেট পিছিয়ে যাবে’

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর থেকেই চমক দেখাচ্ছেন রমিজ রাজা। তবে অনাস্থা ভোটে হেরে ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব চলে যাওয়ার পর শঙ্কা জেগেছে রমিজের পিসিবির চেয়ারম্যানের পদ ধরে রাখা নিয়ে।
যদিও রমিজকেই চেয়ারম্যান হিসেবে রাখতে বলছেন তৌকির জিয়া। পিসিবির সাবেক চেয়ারম্যান মনে করেন রমিজকে সরালে পাকিস্তানের ক্রিকেট পিছিয়ে যাবে। সেই সঙ্গে ক্রিকেটে নাক গলানোয় রাজনৈতিক দলগুলোর কড়া সমালোচনা করেছেন তিনি।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তৌকির বলেন, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি, খেলাধুলা থেকে রাজনীতি পুরোপুরি বাদ দেওয়া উচিত, বিশেষ করে ক্রিকেট। পরিবর্তন মানে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা এবং রমিজ রাজার জায়গায় যে আসবে, সে ক্রিকেটকে পিছিয়ে দেবে। কারণ পরিবর্তনের ফলাফল এটাই হয়।'
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
তৌকির আরও বলেন, 'আমাদের সিস্টেমটাই এমন যে পরিবর্তন না করলে কিছুই হয় না। পরিবর্তন করতে হলে আপনার কাছে পরিষ্কার পরিকল্পনা থাকতে হবে। তা জাতীয় নির্বাচন হোক বা অন্য কিছু।'
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স তৃণমূল থেকে অনেক ক্রিকেটার বের করে আনছে। তৌকিরের মতে, পিসিবিরও এমন উদ্যোগ নেওয়া উচিত। তৌকির বলেন, 'লাহোর কালান্দার্সের মডেল পিসিবির অনুসরণ করা উচিত। তারা (লাহোর কালান্দার্স) সারা দেশব্যাপী ট্রায়ালের আয়োজন করেছে এবং ফখর জামান, হারিস রউফের মতো ক্রিকেটারদের উঠিয়ে এনেছে।'
গত বছরের সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রমিজ। পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেটে তিনি একের পর এক চমক দেখানো শুরু করেন। চলতি বছরের জাঁকজমকপূর্ণ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনই তার প্রমাণ।